ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গান নিয়েই যেমন আছেন রুমানা ইসলাম

গান নিয়েই যেমন আছেন রুমানা ইসলাম

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত গায়িকা রুমানা ইসলাম। মাকে নিয়ে যারা বিভিন্ন গান শুনেছেন তারা নিশ্চয়ই ‘মায়ের মতো আপন কেহ নাই’ গানটি শুনেছেন। এই গানেরই শিল্পী রুমানা ইসলাম। সেই ছোট্টবেলায় এই গানে কণ্ঠ দিয়ে তারকাখ্যাতি পেয়েছিলেন রুমানা ইসলাম। অবশ্য সিনেমাতে তিনি প্রথম কণ্ঠ দিয়েছিলেন তারই বাবা খান আতাউর রহমান পরিচালিত ‘দিন যায় কথা থাকে’ সিনেমায় ‘মন মাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলাম না’ গানটি। একই সিনেমার গান ছিল ‘মায়ের মতো আপন কেহ নাই রে’ গানটি। দুটি গানই লিখেছেন, সুর করেছেন খান আতাউর রহমান। ‘দিন যায় কথা থাকে’ সিনেমার প্রযোজকও ছিলেন খান আতা। সেই থেকে রুমানা ইসলাম সিনেমার গান এবং আধুনিক গানে নিয়মিতই থাকার চেষ্টা করেছেন। এখনো তিনি গানে নিয়মিত। তার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত শ্রোতাপ্রিয় গান হচ্ছে যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি’ ও ‘একটা মন’ গান দুটি। ‘যেদিন চলে যেতে চেয়েছিলে’ গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন, সঙ্গীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান। অন্যদিকে ‘একটা মন’ গানটি লিখেছেন জামাল হোসেন, সুর সঙ্গীত করেছেন মুহিন খান। দু’টি গানই ইউটিউবে প্রকাশিত আছে। আবার ‘যেদিন চলে যেতে চেয়েছিলে’ গানটির জন্য রুমানা ইসলাম ‘বিসিআরএ’র সর্বশেষ সম্মাননা অনুষ্ঠানে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পুরস্কৃতও হয়েছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত