ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

বন্যার্তদের

দুই মাসের আয় দিচ্ছেন সিয়াম-অবন্তী

দুই মাসের আয় দিচ্ছেন সিয়াম-অবন্তী

দেশের বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে দেশের সব শ্রেণি পেশার মানুষ। এমন অবস্থায় চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরাও এগিয়ে এসেছে। তাইতো নিজেদের সামর্থ্যরে মধ্য থেকে এগিয়ে এলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মী অবন্তী। সামাজিক মাধ্যমে ‘যত বিপদ, তত ঐক্য’ শিরোনামে একটি ভিডিও আপলোড করেন সিয়াম। সেখানে সিয়াম ও শাম্মী জানালেন, বন্যার্তদের মাঝে তারা তাদের দুই মাসের পুরো আয় অনুদান দেবেন।

সিয়াম বলেছেন, এক ছোট বাবু তার জমানো ১৪,৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের বিউটি। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা ডোনেট করছি। কিছু টাকা এরই মধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি। সিয়াম আরো বলেন, ডোনেশনের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়ত উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত