নজরুলের মৃত্যু বার্ষিকী

নাটক ‘ফুলবাবু’তে আশিক-পলি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

আগামী ২৯ আগস্ট আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। তার প্রয়াণ দিবস উপলক্ষ্যে একটি চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফুলবাবু’। কবি কাজী নজরুল ইসলামের ছোট গল্প ‘জ্বীনের বাদশা’ অবলম্বনে শুভ্র আহমেদ এরই মধ্যে রাজধানীর পূর্বাচলে নির্মাণ করেছেন এই নাটকটি। এতে নাম ভূমিকায় অর্থাৎ ফুলবাবুর ভূমিকায় অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা আশিক চৌধুরী ও তার বিপরীতে চানবাণু চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে সম্প্রতি অনার্স সম্পন্ন করা মঞ্চ ও টিভি অভিনেত্রী পলি চৌধুরী। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্পে এর আগেও আমার অভিনয় করার সুযোগ হয়েছে। তবে নাটকের নাম ভূমিকায় কাজ করার তেমন সুযোগ হয়নি। ধন্যবাদ পরিচালককে আমাকে এই সুযোগ করে দেবার জন্য।