এ সময়ের মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। তিনি ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন। এরপর অনেক নাটকে অভিনয় করেছেন। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীত শিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সম্প্রীতি কাজ ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন আলোকিত বাংলাদেশের সঙ্গে।
অবসর সময় কাটছে কিভাবে?
দেশের এই পরিস্থিতিতে এতটা দিন নিজেকে ঘরবন্দি করে রেখেছি। এখন আবার কাজে ফিরছি। আমার চার পাঁচটা নাটক পেন্ডিং আছে, সেগুলোতে মনোযোগ দিচ্ছি।
বর্তমানে কি কি কাজ করছেন?
বর্তমানে আমি নাটকে কাজ করছি। সামনে আমার ‘বরিশালে শশুর বাড়ি’ শিরোনামের একটা নাটক প্রকাশ পাবে। এরপর বৈশাখী টিভির জন্য আমার ধারাবাহিক একটা নাটকের কাজ শেষ হলো, তার নাম ‘মুসা’। একটি ধারাবাহিক নাটকের শুটিং শেষ করেছি, নাম ‘স্বপ্নের রানী’।
অস্থিতিশীল পরিস্থিতির কারণে আপনার কোনো কাজ থেমে গেছে?
আন্দোলনের এই মুহূর্তে শুধু আমার কাজ না, সবারই কাজ থেমে গিয়েছিল। তবে এখন আবার নতুন করে কাজ শুরু করছি।
আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে সাহসী লুকেই দেখা যায়, কারণ?
আমাকে সাহসী লুকে দেখা যায়, কারণ- আমি খুব সাহসী একটা মেয়ে। আমি যে কোনো কিছু নির্ভয়ে করি, মনের মধ্যে প্রচণ্ড সাহস এবং শক্তি নিয়ে প্রত্যেকটা মুহূর্তে আমি লড়াই করতে পারি। এ জন্য আমার বা বাস্তব ক্যারেক্টার বা নাটকের অভিনীত ক্যারেক্টারগুলোতে সেটাই ফুটে ওঠে।
ভবিষ্যৎ পরিকল্পনা কি?
এখন আমার একটাই পরিকল্পনা, তা হলো- এই স্বাধীন দেশে স্বাধীন ভাবে কাজ করতে চাই।
আপনাকে কবে সিনেমায় দেখা যাবে?
আমার দুইটা সিনেমার কথা চলছে কানাডাতে।