৪০০ পরিবারকে খাবার দিলেন জোভান

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বর্ষণে প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় প্রবল বন্যায় বিপর্যস্ত। খড়কুটোর মতো ভেসে গেছে বসতভিটা। মাথার ওপর আকাশ ছাড়া কোনো ছাদ নেই সেখানে। সেই ছাদও অনিরাপদ করে দিয়েছে টানা বৃষ্টি। একটু আশ্রয়ের খুঁজে দিশেহারা বন্যা কবলিতরা। সামাজিক মাধ্যম সয়লাব সেসব ছবিতে। এমন পরিস্থিতিতে মানুষের দাঁড়াতে এগিয়ে এসে দেশের শিল্পী সমাজ। যে যার জায়গা থেকে হাত বাড়িয়েছেন সহায়তার। অভিনেতা ফারহান আহমেদ জোভানও রয়েছেন এই দলে। বন্যার্ত ৪০০ পরিবারকে খাবার দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে জোভান বলেন, ‘আমি নিজে দুর্গত এলাকায় ইচ্ছে পোষণ করেছিলাম কিন্তু দেখলাম সবাই সেখানে ছুটে যাওয়ার চেয়ে তাদের সহযোগিতা এবং ত্রাণটাই এই মুহূর্তে বেশি প্রয়োজন। গত চারদিন ধরে আমার একটা টিম ফেনীতে অবস্থান করছে। তাদেরকে আমি প্রয়োজনীয় সব টাকা এবং জিনিসপত্র দিয়ে পাঠিয়েছি এবং তারা গিয়ে সেগুলো সেই সব মানুষদের হাতে তুলে দিচ্ছেন। আমি কোনো সংগঠন কিংবা কোনো ফাউন্ডেশনে টাকা দিইনি, ব্যক্তিগতভাবেই কয়েকজন ছোট ভাইয়ের মাধ্যমে একটা টিম করেছি, যেন আমি পুরো বিষয়টা আমি টেক কেয়ার করতে পারি। তারা খুবই এক্টিভলি কাজগুলো করে যাচ্ছে। তিনি আরো বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগ হলেও এখানে আমি ছাড়াও আমার স্ত্রী, শাশুড়ী, মা টাকা দিয়েছেন।