ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শুভ জন্মদিন দর্শকপ্রিয় উপস্থাপিকা ফারজানা বিথী

শুভ জন্মদিন দর্শকপ্রিয় উপস্থাপিকা ফারজানা বিথী

ফারজানা বিথী, এই সময়ের দর্শকপ্রিয় নন্দিত উপস্থাপিকা। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই তিনি উপস্থাপনায় ভীষণ সাবলীল। বাংলাদেশের কর্পোরেট জগতে ফারজানা বিথীর নামটি বেশ পরিচিতিও। কারণ কর্পোরেট শো’গুলোতে সাধারণত ইংরেজিতে ভালো উপস্থাপনা করতে পারেন, এমন কাউকেই ডাকা হয়। সে ক্ষেত্রে বিগত বেশ কয়েকবছর যাবত ফারজানা বিথী বেশ বাড়তি সুবিধাই পেয়ে আসছেন একজন উপস্থাপিকা হিসেবে। অবশ্য এ জন্য তাকে অনেক শ্রমও দিতে হয়েছে। নিরলস শ্রম দেবার কারণে বিথী তার আজকের অবস্থানে আসতে পেরেছেন। অনেকের ভাষ্যমতে ফারজানা বীথি, এই প্রজন্মের নন্দিত, মার্জিত, সুন্দরী, উপস্থাপনায় অনবদ্য একজন উপস্থাপিকা। উপস্থাপনায় বেশ আগেই বীথি আলো ছড়িয়েছেন। আর তাই দেশে উপস্থাপনা বিষয়ক প্রথম রিয়েলিটি শো ‘আলো ছড়াবে উপস্থাপনায়’ অনুষ্ঠানের উপস্থাপনারও দায়িত্ব পেয়েছিলেন তিনি। যদিও বা এই অনুষ্ঠানের উপস্থাপনা তার করার কথা ছিল না। কিন্তু তার মেধা, তার যোগ্যতাই তাকে এই রিয়েলিটি শো’র উপস্থাপক হিসেব কাজ করার সুযোগ এনে দেয়। বিথী এনটিভিতে প্রতি বৃহস্পতিবারের রাতের সরাসরি গানের অনুষ্ঠানের উপস্থাপনা করেন। এই অনুষ্ঠানটিও দেশের বিভিন্ন চ্যানেলের মধ্যে একটি জনপ্রিয় অনুষ্ঠান। পাশাপাশি যেহেতু এই সময়টা একটু খারাপ, তাই আপাতত স্টেজ শো নিয়ে তার তেমন কোনো ব্যস্ততা নেই। বিথী নিজেও দেশের বন্যা কবলিত এলাকার মানুষদের নিয়ে ভীষণ উদ্বিগ্ন। আবার এদিকে আজ বিথীর জন্মদিন। বিথী বলেন, ‘সত্যি বলতে কী এবারের জন্মদিন নিয়ে তেমন কোনো উচ্ছাস নেই। চারিদিক এখনো থমথমে। সাধারণ মানুষের মধ্যে কোনো কিছু নিয়েই কিন্তু কোনো উচ্ছাস নেই। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দ্রুত আমাদের দেশ থেকে সকর সমস্যা দূর করে দেন। আর আমি জন্মদিনে শুধু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন স-পরিবারে সুস্থ রাখেন ভালো রাখেন।’ বিথীর একমাত্র মেয়ে আরিয়ার বয়স মাত্র দুই বছর আট মাস। তাই মেয়েকেও অনেক সময় দিতে হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত