ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

প্লে-ব্যাকে সেঞ্চুরি দিনাত জাহান মুন্নীর

প্লে-ব্যাকে সেঞ্চুরি দিনাত জাহান মুন্নীর

সিনেমার গানে এক অন্যরকম জনপ্রিয়তা রয়েছে নন্দিত সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নীর। তার কণ্ঠে ‘সব কথা বলেনা হৃদয়’ (মেঘের কোলে রোদ)’, ‘মন চায় মন চায়’ (দারুচিনি দ্বীপ), ‘ও প্রিয়’ (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী), ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’ (গহীন বালুচর), ‘কোন বাঁশরী গভীর রাতে’ (চন্দ্রগ্রহণ), ‘এক কাপ চা’ (এক কাপ চা) গানগুলো শ্রোতাপ্রিয় হয়ে উঠেছে। দেশ বিদেশে যে কোনো স্টেজ শোতে মুন্নীকে বলা যায় এই গানগুলো গাইতে হয় দর্শক শ্রোতাদের অনুরোধে। এসব গান ছাড়াও মুন্নী ‘চাই ক্ষমতা’, ‘চাচ্চু’, ‘জননেতা’, ‘ওয়ার্নিং’, ‘অনেক দামে কেনা’, ‘বস নং ওয়ান’, ‘প্রেমে পড়েছি’, ‘দীপু নং ২’, ‘ ভাইয়া’, ‘ রাজনীতি’, ‘আমি নেতা হবেসহ এখন পর্যন্ত ১০০টি সিনেমাতে গান গেয়েছেন মুন্নী। সর্বশেষ তিনি শাবনূর অভিনীত ‘রঙ্গনা’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন। বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশের খ্যাতনামা গীতিকার কবির বকুলের লেখা ‘জন্ম আমার ছিল বুঝি ভুল’-এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী। গানটির সুর সঙ্গীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, শিল্পী ইমরান মাহমুদুল। এদিকে আজ মুন্নীর জন্মদিন। জন্মদিনের শুরুটা আমেরিকার নিউইয়র্কে পরিবারের সঙ্গেই কাটবে। তবে মুন্নী জানান জন্মদিনের দিন সকালে তিনি মিশিগানের উদ্দেশ্যে রওয়ানা হবেন। কারণ ৩০, ৩১ জুলাই ও ১ আগস্ট সেখানে ‘ফোবানা’ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে মুন্নীও একদিন গাইবেন বলে জানালেন। প্লে-ব্যাক, ঠিক কবে নাগাদ দেশে আসবেন, গান নিয়ে পরিকল্পনাসহ আরো অন্যান্য বিষয়ে মুন্নী বলেন, ‘বাস্তব এবং মানবতা নিয়ে লেখা সমাজ পরিবর্তনের গান গাইতে চাই। এমন ভালো গীতিকবিতা পেলে প্রবল আগ্রহ নিয়ে গান গাইবার চেষ্টা থাকবে আমার। আর ফোবানাতে আমরা নিউইয়র্কে যারা আছি সবাই একসঙ্গে যাচ্ছি ইনশাআল্লাহ। জন্মদিনের প্রথম প্রহরটা আমার পরিবারের সঙ্গেই কাটবে। আমার তিন সন্তান প্রেরণা, প্রতীক্ষা ও প্রচ্ছদণ্ডযেন সুস্থ থাকে ভালো থাকে, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে-ওদের বাবার স্বপ্ন পূরণ করতে পারে আমি শুধু এই দোয়া করি। আর সিনেমার গান গাওয়ার ক্ষেত্রে যাদের সহযোগিতা পেয়েছি তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইলো।’ মুন্নীর আধুনিক গানের একক অ্যালবাম দু’টো। একটি ‘প্রতীক্ষা’ অন্যটি ‘আমি অপার হয়ে বসে আছি’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত