বিচারের দাবি তমার

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

পশুপ্রেমী হিসেবে পরিচিত অভিনেত্রী তমা মির্জা। বিভিন্ন সময় পশুর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে তাকে। এদিকে সম্প্রতি ভারতের ঝাড়গ্রামে মা হাতিকে পাশবিক নির্যাতনের ঘটনা নিয়েও পোস্ট দিয়েছিলেন তমা মির্জা। এবার হাতির ওপর নির্যাতনের আরো একটি ছবি পোস্ট দিয়ে বিচার চাইলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, হাতির ৪ পা শিকল দিয়ে বাঁধা। দু’জন লোক লাঠি হাতে হাতিটিকে মারতে উদ্যত। এ ছবির ক্যাপশনে তমা মির্জা লেখেন, দিনের আলোতে প্রকাশ্যে একটা হাতিকে পায়ে শেকল দিয়ে, দড়ি দিয়ে বেঁধে পেটানো হচ্ছে। আর সেটা সবাই দেখছে, কতটা পাশবিক, মর্মান্তিক। মানুষ আর দানবের পার্থক্য আমরা ভুলে যাই কেন? কোনো বিচার কী নেই বোবা পশুপ্রাণীর এই অমানবিক অত্যাচারের? তমা মির্জার এ পোস্টে অনেকেই পশু নির্যাতনের নিন্দা জানিয়ে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি করেছেন। জানা গেছে, কুমিল্লার দেবীদ্বার ও মুরাদনগরের মাঝে একটি গ্রামে শনাক্ত হয়েছে হাতিটি। একটা এক্সপার্ট টিম হাতিটিকে উদ্ধার করতেও প্রস্তুত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সর্বোচ্চ সতর্কতা নিয়ে হাতিটিকে উদ্ধারের নির্দেশ দিয়েছেন।