কয়েক মাস ধরে অস্থির অবস্থা বিরাজ করছে দেশে। ফলে মানুষের বিনোদন নেয়ার মতো মানসিকতা নেই। তাই স্থবির হয়ে পড়েছিল বিনোদন অঙ্গন। নাটক, ওটিটি, সিনেমার কাজ ও নতুন কোনো কনটেন্ট মুক্তি বন্ধ ছিল। এবার অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর হাত ধরে সে বিরতি ভাঙলো দেশের ওটিটি মাধ্যম। আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীনের নতুন ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। ওটিটি মাধ্যম চরকি জানিয়েছে এ খবর। ২৯ আগস্ট রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টার প্রকাশের মাধ্যমে জানানো হয় বিষয়টি।
‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের চতুর্থ ওয়েব ফিল্ম ফরগেট মি নট। তাই বোঝাই যাচ্ছে, সম্পর্কের নানা ঘটনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে ওয়েব ফিল্মটিতে। মিনিস্ট্রি অফ লাভ প্রোজেক্টর অন্য ওয়েব ফিল্মগুলো হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এগুলো যেমন দর্শকরা পছন্দ করেছে, ‘ফরগেট মি নট’ও দর্শকদের চাহিদা মেটাবে বলে আশা পরিচালকের। ফরগেট মি নট ওয়েব ফিল্মের নির্মাতা রবিউল আলম রবি। এর আগে চরকিতে তার নির্মিত ‘ঊনলৌকিক’ ও ‘ক্যাফে ডিজায়ার’ মুক্তি পেয়েছে। দুটি কনটেন্টেই অনেক জনপ্রিয়। বিশেষ করে তার নির্মাণশৈলী ও সংলাপে মুগ্ধ হয়েছেন দর্শক-শ্রোতারা। এবারো তার ব্যতিক্রম হবে না বলেই মনে করেন তিনি। এতে অভিনয় করেছেন মেহজাবীনের সঙ্গে আছেন ইয়াশ রোহান। আরো অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে।