ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নিজের গানেই পরিচিতি চায় মিথিলা মল্লিক

নিজের গানেই পরিচিতি চায় মিথিলা মল্লিক

যখন পুরো ফেনী বন্যায় ভেসে যাচ্ছিলো, ঠিক সেই সময় হঠাৎ আমাদের সঙ্গীত পরিবারের একটি মেয়েকে তার পরিবার নিয়ে ভীষণ উদ্বিগ্ন হতে দেখা যায়। তিনি মিথিলা মল্লিক। পড়ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মিউজিকে (মাস্টার্স)। ফেনীতে গ্রামের বাড়িতে বাবা মিহির মল্লিক, মা মিঠু রানী দে ও ছোট বোন মৌনতা মল্লিক থাকেন। যে কারণে বন্যার সময় তাদের অনেকটা সময় খোঁজ না পেয়ে মিথিলা মল্লিক উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। পরে তাদেরকে খুঁজে পেয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। মিথিলা মল্লিক এর আগে ফেনীতেই স্কুল কলেজ পড়াশুনার কাজ শেষ করেছেন। সেখানে থাকাকালীন সময়েই তিনি বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে ‘ভালোবাসার রঙ বদলায়’ গানটি গেয়েছিলেন। গানটি লিখেছেন আবছার উদ্দিন আলী, সুর করেছেন আলম আশরাফ। তবে এর মধ্যে মিথিলা প্রস্তুতি নিচ্ছেন আরো কয়েকটি মৌলিক গান রেকর্ডিং-এর। পড়াশুনা ও নিজের গান নিয়ে পরিকল্পনার মাঝেই কেটে যায় তার সময়। এদিকে আজ মিথিলার জন্মদিন। জন্মদিনে মি থিলা সবার কাছে আশীর্বাদ চান যেন তিনি সুস্থ থাকেন, ভালো থাকেন। আগামীর স্বপ্ন নিয়ে মিথিলা মল্লিক বলেন, ‘আগামীত শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম ও অথবা সাবিনা ইয়াসমিন ম্যাডামের মতো শিল্পী হবার স্বপ্ন দেখি। তাদের পরিচয় যেমন নিজস্ব গানে, আমারও পরিচয় যেন হয় নিজস্ব গানে। এর জন্য আমাকে যতোটাই শ্রম দিতে হয়, আমি দেবার চেষ্টা করবো। বাকিটা ঈশ্বর জানেন ভাগ্যে কী আছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত