ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লুইপার কণ্ঠেও মুগ্ধতা ছড়াচ্ছে...

লুইপার কণ্ঠেও মুগ্ধতা ছড়াচ্ছে...

আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা মাসুদ করিমের লেখা ও সুবল দাসের সুর করা ‘যখন থামবে কোলাহল’ গানটি গেয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এই গান প্রজন্মের প্রজন্মান্তরে শ্রোতা দর্শকের কাছে ভীষণ ভালোলাগার এক গান। রুনা লায়লা পরবর্তী জেনারেশন অনেকেই এই গান স্টেজ শো’তে, টিভি শো’তে গেয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করার চেষ্টা করেছেন। শুধু তাই নয় বিভিন্ন সময় বিভিন্ন রিয়েলিটি শোতেও নতুন শিল্পীরা রুনা লায়লার এই গান গেয়ে নিজেদের কণ্ঠের মাধুর্যতার পরিচয় দেবার চেষ্টাতে ছিলেন। আবার এমনো দেখা গেছে রুনা লায়লা কোনো রিয়েলিটি শোর বিচারক, সেই অনুষ্ঠানেও অনেক নবাগত শিল্পী বেশ সাহস নিয়ে রুনা লায়লার এই গানটি গাইবার চেষ্টা করেছেন। বিগত চার দশকে এই গান রুনা লায়লার পর অনেকেই গাইবার চেষ্টা করলেও রুনা লায়লার কণ্ঠেই যেন এই গান চিরন্তন ভালোলাগার হয়ে আছে। তারপরও অনেক শিল্পী রুনা লায়লার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখনো অনেকেই এই গান কাভার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত