ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বিশেষ দলের সদস্যের জন্য জাতীয় পুরস্কার পাননি শবনম ফারিয়া!

বিশেষ দলের সদস্যের জন্য জাতীয় পুরস্কার পাননি শবনম ফারিয়া!

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নানা অনিয়ম নিয়ে মুখ খুলছেন ভুক্তভোগীরা। বিনোদন অঙ্গনের তারকারাও আছেন এ তালিকায়। প্রয়োজনীয় মেধা থাকলেও পাননি প্রাপ্য সম্মান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের মধ্যেও অগ্রাধিকার ছিল ক্ষমতাসীন দলের অনুগতদের। অভিনেত্রী শবনম ফারিয়ার সঙ্গেও এরকম ঘটেছে। ‘দেবী সিনেমার জন্য তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রায় নিশ্চিত থাকলেও শেষমেশ তা গেছে বিশেষ দলের এক অভিনয়শিল্পীর ঝুলিতে। সামাজিক মাধ্যমে এরকমই দাবি করেছেন ফারিয়া। গতকাল বুধবার নিজের ফেসবুকে অভিনেত্রী লেখেন, ‘কত ক্ষমতা, কত বড় বড় কথা একেকজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি ‘দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি, পরদিন গেজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম! এরপর অভিনেত্রী লেখেন, ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাইনি, কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে।

সবশেষে ফারিয়ার প্রত্যাশা, ‘আশা করি এখন থেকে শুধু মাত্র যোগ্যতা আর দক্ষতা দিয়েই ন্যাশনাল অ্যাওয়ার্ড দেয়া হবে, চাটুকরিতার জন্য না।’ ২০১৮ সালে মুক্তি পায় ‘দেবী’ সিনেমাটি। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেন পরিচালনা করেছেন অনম বিশ্বাস। শবনম ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটির প্রযোজকও তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত