ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘ফরগেট মি নট’ নিয়ে যে বার্তা দিলেন ফারুকী

‘ফরগেট মি নট’ নিয়ে যে বার্তা দিলেন ফারুকী

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ‘ব্যাচেলর’ চলচ্চিত্রটি পরিচালনা করে দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে দর্শকদের অসংখ্য নাটক সিনেমা উপহার দিয়েছেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘মিনিস্ট্রি অফ লাভ’-এর চতুর্থ ফিল্ম ‘ফরগেট মি নট’ এর সঙ্গে যুক্ত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন এ পরিচালক। যেখানে ফারুকী বলেন, ‘রবিউল আলম রবির ‘ফরগেট মি নট’ নিয়ে নির্মোহ মন্তব্য করাটা আমার পক্ষে কঠিন। আমি যেহেতু এটার সঙ্গে জড়িত ছিলাম। যারা এখনো ছবিটা দেখেন নাই তাদেরকে চরকিতে দেখার জন্য আমন্ত্রণ জানাই।’ তিনি আরো লিখেছেন, ‘শুধু একটা কথা বলতে চাই ফরগেট মি নট বিলংগিং এর গল্প। আমরা বিলং করতে চাই কোথাও, অন্যের জীবনে। অন্যরাও আমার জীবনে বিলং করুক এইটা চাই। এইটা বেসিক হিউম্যান ডিজায়ার।’ পোস্টের শেষে ফারুকীর ভাষ্য, ‘মানুষের এই বিলংগিংটা লাগে এবং বিলংগিং এর তৃষ্ণাটা এত তীব্র থাকে যদি কেউ জীবনে বিলং করতে না পারে তাহলে মরনে হলেও বিলং করতে চায়। বাকিটা আপনারা দেখলেই বুঝবেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত