যে কারণে মিউজিক ভিডিও বাদ দিয়েছেন বিয়ন্সে
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
ক্রেজি ইন লাভ গানের ভিডিওতে বাবলগাম ফোলানো কিংবা হোল্ড আপের ভিডিওতে বেসবল ব্যাট দিয়ে গাড়ি ভাঙচুর বিয়ন্সের মিউজিক ভিডিওগুলোতে এমন অসাধারণ অনেক দৃশ্য দেখা গেছে। আশির দশকে মাইকেল জ্যাকসন অথবা পরবর্তী সময়ে ম্যাডোনা যেভাবে মিউজিক ভিডিওতে যুগান্তকারী বদল এনেছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বিয়ন্সে। ২০১৬ সালে প্রকাশিত তার ‘লেমনেড’ অ্যালবামের গানগুলোর ভিডিওতেও পাওয়া যায় কৃষ্ণাঙ্গ নারী ও নারীশক্তির উদযাপন। এরপর হঠাৎ মিউজিক ভিডিও নির্মাণ বন্ধ করেন দেন বিয়ন্সে। সর্বশেষ দুই অ্যালবাম ‘রেনেসাঁ’ (২০২২) ও ‘কাউবয় কার্টার’ (২০২৪) তিনি প্রকাশ করেছেন কোনো ভিডিও ছাড়াই। যদিও ভক্তরা এতে বেশ নিরাশ হয়েছেন। কিন্তু বিয়ন্সের এ পদক্ষেপ ছিল সুচিন্তিত ও ইচ্ছাকৃত। সম্প্রতি জিকিউ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বিয়ন্সে খোলাসা করেছেন, কেন তিনি এখন মিউজিক ভিডিও নির্মাণের পক্ষে নন। বিয়ন্সে বলেন, একটা গান ভালোভাবে বুঝতে, তৈরি করতে, মাসের পর মাস সময় লাগে। সংগীত উপভোগের জন্যও সময় দরকার। একটা গানে শিল্পীর কণ্ঠ, যন্ত্রসংগীত এসব থেকে মাঝে মাঝে শ্রোতাদের মন অন্যদিকে ঘুরিয়ে দেয় মিউজিক ভিডিও। প্রতিটি গানের পেছনে এত পরিশ্রম, তারপর সেগুলো নিয়ে অ্যালবাম তৈরি করা এ প্রক্রিয়ায় বছরের পর বছর সময় যায়।