ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফিফার ফেসবুকে চিরকুটের গান

ফিফার ফেসবুকে চিরকুটের গান

চিরকুট ব্যান্ডের সুরের জাদুতে বরাবরই মুগ্ধ শ্রতারা। বিশ্বের আনাচে-কানাচে বসবাসরত বাংলা ভাষাভাষিদের হৃদয়ে জায়গা করে নিয়েছে ব্যান্ডটি। এবার চিরকুটের গান জায়গা করে নিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে। সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন চিরকুটের প্রধান শারমিন সুলতানা সুমি। ফিফার ফেসবুক পেজে ‘জাদুর শহর’ গান দিয়ে একটি রিলস বানিয়ে শেয়ার করা হয়েছে ফুটসাল বিশ্বকাপ উপলক্ষে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।’

নিজের ফেসবুকে রিলটি শেয়ার দিয়ে সুমি লিখেছেন, ‘ছোটবেলা থেকে ফুটবল/ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফার অফিসিয়াল পেজে একটা কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটা বাংলা গানের কিছু অংশ ব্যবহার করেছে। গানটি আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘জাদুর শহর।’

সংবাদমাধ্যমকে সুমি বলেন, ‘অনুভূতি আর কী। ফিফার অফিসিয়াল পেজে বাংলা গান! আমাদের গান যারা ভালোবাসে তাদের যেমন লেগেছে। আমাদেরও তেমন লেগেছে। এই ভালোলাগার বিষয়টি প্রকাশ করার নয়। জুলাই গণ অভ্যুত্থানেও এই গান ছাত্রদের সাহস জুগিয়েছে। নিজেদের গান থেকে এর চেয়ে আর বড় পাওয়ার কী হতে পারে। এই চিরকুট সবার।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত