ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিনেমাতেও অনবদ্য মা তিনি

সিনেমাতেও অনবদ্য মা তিনি

দেশের অন্যতম নাট্য সংগঠন ‘ঢাকা থিয়েটার এর সদস্য তিনি। ১৯৭৭ সালে তিনি এই দলের সঙ্গে যুক্ত হন। আজ অবধি এই দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তিনি। তবে মঞ্চের চেয়ে তিনি এখন নাটকে এবং সিনেমায় দারুণ ব্যস্ত সময় পার করছেন। তিনি দর্শকের কাছে প্রিয় একজন অভিনেত্রী, তিনি মিলি বাশার। দীর্ঘদিন স্বামী মাসুম বাশারের সঙ্গে দেশের বাইরে থাকার পর ২০১৫ সাল থেকে মূলত টিভি নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে উঠেন মিলি বাশার। শুরুতেই তিনি অপূর্ব’র সঙ্গে নিয়াজ কামরান আবিরের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেন। এরপর থেকে নাটকে অভিনয়ে তার ব্যস্ততা বাড়তেই থাকে। এরই মধ্যে তিনি রুবেল হাসানের পরিচালনায় একটি নাটকের কাজ শেষ করেছেন। তবে নাটকের পাশাপাশি সিনেমাতে অভিনয় করেও তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। মিলি বাশার অভিনীত যেসব সিনেমা দর্শকের কাছে গ্রহনযোগ্যতা পেয়েছে সেগুলো হলো ‘যদি একদিন’, ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘পরাণ’, ‘তালাশ’, ‘রূপসা নদীর বাঁকে’, ‘কালবেলা’, ‘শ্রাবণ জোছনায়’, ‘যওি পাখি বল তারে’ ইত্যাদি। রায়হান রাফি পরিচালিত ‘নূর’ সিনেমাটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ সিনেমাতেই তিনি একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত