ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’ প্রতিযোগিতা শুরু

‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’ প্রতিযোগিতা শুরু

বিনোদন শিল্পের মাধ্যম হিসেবে সৌন্দর্য প্রতিযোগিতার বিষয়কে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি পুনর্নির্মাণ ও পুনর্গঠনের প্রচেষ্টায় ‘মিস বাংলাদেশ অর্গানাইজেশন’ ও ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’ যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট (এমবিবিপি) ২০২৪’ প্রতিযোগিতা। ১৮ থেকে ২৭ বছর বয়সের অবিবাহিত বাংলাদেশি নারী- এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এ জন্য প্রথমে missbangladesh.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে ২৮ সেপ্টেম্বর। এরপর বাছাই ও সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর এটিএন বাংলা বিএফডিসি স্টুডিওতে। আর চূড়ান্ত পর্ব বা ‘গ্র্যান্ড ফিনালে’ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর, লো মেরিডিয়ান ঢাকায়। রাজধানীর দৈনিক স্টার সেন্টারয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। আয়োজকদের মধ্যে উপস্থিত

ছিলেন- প্রতিযোগিতার সভাপতি মেঘনা আলম, পরিচালক ড. তাসীন আফরীন ডায়ানা, ‘মিস বাংলাদেশ অর্গানাইজেশন ও ফাউন্ডেশনয়ের আইনি উপদেষ্টা তাহরিন জেরিন, ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, নর্থব্রুক কনসালট্যান্টস লিমিটেডয়ের জ্যেষ্ঠ পরামর্শক সরকার মাসুদ হাসান, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাসিক আহমেদ, এটিএন এমসিএল ও এটিএন এডুকেশনয়ের পরিচালক আনিসুর রহমান, ট্রিলজির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল এ চাকলাদার (ডিউক) এবং লো মেরিডিয়ান ঢাকার ব্যবস্থাপক ক্যারেন জংম্যান। প্রতিযোগীদের মধ্যে ১০ জনকে ‘গ্লোবাল গুডউইল অ্যাম্বাসাডর’ হিসেবে নির্বাচিত করে পাঁচটি মহাদেশের ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। আর বিজয়ীকে প্রদান করা হবে ‘মিস বাংলাদেশ-আর্থ’ উপাধি। যিনি ফিলিপাইনে অনুষ্ঠিত ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নেবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত