কাজলকে জয়া বচ্চনের সঙ্গে তুলনা করে নেটিজেনদের কটাক্ষ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

আলোকিত বেলিউড অভিনেত্রী কাজলের ছেলে যুগের পায়ে চোট থাকায় অসুবিধা হচ্ছিল হাঁটাচলায়। অভিনেত্রীর নিরাপত্তারক্ষী সাহায্যের জন্য এগিয়ে আসেন যুগের দিকে। আর এ সময়েই নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেন কাজল।

সম্প্রতি এ ঘটনার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে বহু প্রশ্ন ঘোরাফেরা করছে নেটিজেনদের মনে। ঘটনাটি হচ্ছে, গত শুক্রবার ছেলে যুগকে নিয়ে মুম্বাইয়ের একটি চিকিৎসাকেন্দ্রে যান কাজল। অভিনেত্রীর পরনে কালো কুর্তা, নীল জিন্স। চোখে রোদচশমা। দেখা যাচ্ছে, কাজলের ছেলের বাম পায়ে চোটের কারণে হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। কাজলের নিরাপত্তারক্ষী সাহায্যের জন্য এগিয়ে আসেন যুগের দিকে। আর তাতেই ঘটে বিপত্তি। আচমকা নিরাপত্তারক্ষীকে পেছন থেকে ধাক্কা দিলেন অভিনেত্রী; যেই নিরাপত্তারক্ষী তারই সন্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

কাজলের এমন আচরণ মেনে নিতে পারেননি তার অনুরাগীরা। কাজল এমন প্রতিক্রিয়া জানাবেন, এমনটি আশাও করেননি তারা। আর সেই দৃশ্যই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সেখানে যুগের সুস্থতা কামনা করেছেন ভক্তরা। পাশাপাশি অভিনেত্রীকেও কটাক্ষ করেছেন তারা।

কাজলের এই ব্যবহারের সঙ্গে বলিউডের প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনের মিল পাচ্ছেন নেটিজেনরা। কারণ, জয়া বচ্চনকে মাঝে মাঝেই মেজাজ হারিয়ে ফেলতে দেখা যায়। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘তিনি দ্বিতীয় জয়া বচ্চন।’ কারো বক্তব্য, ‘যে সাহায্যের হাত বাড়িয়েছেন তাকে ওই ভাবে ধাক্কা দেয়াটা রূঢ় আচরণ।’