ফ্যাসিস্ট ঠেকাতে ফারুকীর ‘গেগাসিরিয়াল’ ধারণা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
ষোলো বছরের অপরাধের ফিরিস্তি তুলে ধরতে নতুন ধরনের চলচ্চিত্র বানানোর আইডিয়া দিলেন মোস্তফা সরয়ার ফারুকী। জানালেন ভবিষ্যতের ফ্যাসিস্ট ঠেকাতে বিগত বছরগুলোর অপরাধ কীভাবে অডিও-ভিজ্যুয়ালে ধরে রাখতে হবে। হাজার এপিসোড ফুরিয়ে মেগাসিরিয়াল থেকে সেসব হবে গেগাসিরিয়াল। তবু এসব গল্প ফুরোবে না। এমনকি সেসব চলচ্চিত্র ধরনের ধারণাও দিয়েছেন এই চলচ্চিত্রকার। মূলত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদকে নিয়ে বানানো আল জাজিরার তথ্যচিত্র স্মরণ করিয়ে দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। যুক্তরাজ্যে ২৫০ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার কোটি টাকা) খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন জাভেদ। সম্প্রতি তার অর্থ পাচার নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। আল জাজিরার অনুসন্ধানী ওই প্রতিবেদনে জাভেদের সঙ্গে কথা বলতে শোনা যায় একটি সূত্রকে, যেখানে দেশের বাইরে অবস্থান করা প্রসঙ্গে প্রশ্ন করতেই শোনা যায় তার ‘অট্টহাসি’। সেই ‘অট্টহাসি’ নিয়েই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লিখেছেন, ‘খ্যা খ্যা খ্যা খ্যা... আওয়ামী মন্ত্রী জাভেদের হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং এবং লন্ডনে ৩৬০টি বাড়ি নিয়ে আল জাজিরার ভয়াবহ ডকুমেন্টারিটা দেখার পরে অনেক কিছু মাথায় ঘুরছে আমার। কিন্তু সব প্রশ্ন-ক্ষোভ ছাপিয়ে আমার কানে এখনো বাজছে জাভেদের সেই খ্যাকখ্যাকে হাসি।’ ফারুকী লেখেন, ‘এই খ্যাকখ্যাকে হাসিটা হচ্ছে বাংলাদেশের প্রতি তাদের উপহাস। এই খ্যাকখ্যাকে হাসি জাবেদের একার না। এই খ্যাকখ্যাকে হাসি এস আলম গ্রুপের, শেখ হাসিনার, শেখ রেহানার, বেনজিরের, আজিজের, বেসিক বাচ্চুসহ হাজারে হাজার লুটেরার। এই হাসি, যারা গত ১৭ বছর দেশটাকে ফোকলা বানিয়েছে তাদের সবার। এই হাসি. ওইসব অফিসারের যারা শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে।’