কৃতজ্ঞ তিন্নি, কিন্তু কার কাছে?

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

কানিজ খাদিজা তিন্নি, নারায়ণগঞ্জের মেয়ে। ছোট্টবেলা থেকেই তিনি গানের সাথে সম্পৃক্ত। বিশেষত বাবার প্রবল আগ্রহের কারণেই ছোটবেলা থেকে তার গান শেখা শুরু। একটা সময় এসে তিনি নিজেকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম আলোচিত রিয়েলিটি শো’ ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭ এর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করলেন।

নানান ধাপ পেরিয়ে তিনি এই ‘গ্র্যা- ফিনালেতে এই প্রতিযোগিতার শীর্ষে চলে আসেন তিন্নি। আর এর পর থেকেই তিন্নির গানের ভুবনে একটু একটু করে ব্যস্ততা বেড়ে যায়। স্টেজ শোতে যেমন তিনি একটু একটু করে ব্যস্ত হয়ে উঠেন। ঠিক তেমনি মৌলিক গান প্রকাশেও তিনি মনোযোগী হয়ে উঠেন। চলার পথে গানে গানে জীবনে প্রথম গানের জন্য সম্মাননাও চলে আসে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। দেশের গান ‘শরৎ আমার স্নিগ্ধতা’ গানটির জন্য তিনি এই সম্মাননায় ভূষিত হয়েছিলেন। আবার ২০২২ সালেও ‘প্রজাপতি মন’ গানের জন্য ‘বিসিআরএ’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেরা গায়িকার স্বীকৃতিতে ভূষিত হয়েছিলেন তিনি। তবে এই দুই পুরস্কারপ্রাপ্তির আগে পরে আরো ভালো ভালো মৌলিক গান প্রকাশিত হয়েছে। ২০১৭ থেকে আজকের দিন পর্যন্ত গানের ভুবনে তিন্নির ব্যস্ততাও বেড়েছে অনেক। তবে তিন্নি সবসময়ই ধীর গতিতে চলায় বিশ্বাসী। অনেক অনেক মৌলিক গান করতে হবে এমনটায় বিশ্বাসী নন। মৌলিক গান শ্রোতাদের মনের মতো হওয়াটা জরুরী, ভালো গীতিকবিতার চমৎকার সুরের হওয়াটা জরুরি।