ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রাজনীতি প্রসঙ্গে কনকচাঁপা

রাজনীতি প্রসঙ্গে কনকচাঁপা

রাজনীতি সচেতন শিল্পী কনকচাঁপা। সংগীতচর্চার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। মাঝে কিছুদিন নিরব ছিলেন বটে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলেন সরব। নিজের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতি ও দেশ নিয়ে ভাবনাও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। সম্প্রতি রাজনীতি প্রসঙ্গে তিনি বলেছেন, কনকচাঁপা হালুয়া রুটির তোয়াক্কা করে না। অনুরাগীদের সঙ্গে প্রায়ই নানা রেসিপি প্রস্তুতের ভিডিও শেয়ার করেন কনকচাঁপা। অনেক সময় সেসব ভিডিওতে জনপ্রিয় গানের কলিও গেয়ে শোনান। পাশাপাশি জানান জীবনের অনেক অভিজ্ঞতার কথাও। সম্প্রতি এক ভিডিওতে তিনি শিল্পীদের রাজনীতি নিয়ে কথা বলেছেন। সেখানে কনকচাঁপা বলেন, ‘অনেক মানুষই বলে, শিল্পীদের নাকি রাজনীতি করা ঠিক নয়।’ সবার উদ্দেশে তার প্রশ্ন, ‘এ কথাটি আসলে ভুল নয়? আমি কি শুধুই বিনোদন দিতে পৃথিবীতে এসেছি। আমি মানুষের সেবা করতে চাই।’ মানুষের প্রতি নিজের দায়বদ্ধতা ও ভালোবাসা প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘জীবনের শুরু থেকেই মানুষের সেবা করা আমার অভ্যাস। আমি এই অভ্যাসটি পেয়েছি আমার মায়ের কাছ থেকে। আমার যদি মনে হয়, বড় একটা প্ল্যাটফর্মে থেকে মানুষের সেবা করব, তাতে সমস্যা কোথায়? আমি সেই তথাকথিত কিংবদন্তি কিংবা সেলিব্রিটি শিল্পী নই, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ কণ্ঠশ্রমিক। আমি মানুষের পাশে থাকতে চাই এবং সারা জীবন মানুষের পাশে থেকেই জীবন পার করতে চাই।’ জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কনকচাঁপা বলেন, ‘আমি বিলাসী জীবনযাপন করলাম এবং অমর হয়ে মরে গেলাম বা মরে গিয়ে অমর হলাম এ রকম জীবন আমি চাই না। আমি মানুষের পাশে থাকতে চাই। মানুষের পাশে থাকার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম একটা বড় ব্যাপার। কেউ কেউ বলছেন ‘হালুয়া ? রুটির কথা। কনকচাঁপা হালুয়া রুটির তোয়াক্কা করে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত