ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রিয়েলিটি শো’র বিচারক শ্রাবণী সায়ন্তনী

রিয়েলিটি শো’র বিচারক শ্রাবণী সায়ন্তনী

২০১৭ সালে সঙ্গীত বিষয়ক একটি রিয়েলিটি শো’তে প্রতিযোগিতার মধ্যদিয়ে পেশাগতভাবে গানের ভুবনে সম্পৃক্ততা হয়েছিল এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রাবণী সায়ন্তনীর। আর এবার তিনিই একটি রিয়েলিটি শো’র বিচারকের ভূমিকায় কাজ করেছেন। সম্প্রতি কলকাতার একটি অভিজাত হোটেলে দুই বাংলার জন্য আয়োজিত ‘বর্ষা সুন্দরী অপরূপা’ অর্থাৎ দুই বাংলা থেকে বর্ষা সুন্দরী খোঁজার এই রিয়েলিটি শো’রই একটি রাউণ্ডের বিচারকের ভূমিকায় ছিলেন শ্রাবণী সায়ন্তনী।

শ্রাবণী হিন্দুস্তানী ক্ল্যাসিক্যাল নিয়ে বিশ্বভারতী’তে পড়াশুনা করছেন। যে কারণে এই মুহূর্তে ভারতে যাওয়ার জন্য আপাতত নতুন ভিসা না দিলেও ভারতে অবস্থান করার কারণে শ্রাবণী সায়ন্তনী অনায়াসেই এই রিয়েলিটি শো’তে অংশ গ্রহণ করতে পেরেছেন একজন বিচারক হিসেবে। শ্রাবণী সায়ন্তনী জানান, এই প্রতিযোগিতার গ্র্যা- ফিনালে কলকাতায় হবার কথা রয়েছে। এমন একটি রিয়েলিটি শো’র একটি রাউণ্ডের বিশেষত কলকাতায় অনুষ্ঠিত পর্বের বিচারক হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত শ্রাবণী সায়ন্তনী। মুঠোফোনে বিশ্বভারতী থেকে শ্রাবণী তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘সত্যি বলতে কী আমার জীবনের এই সময়ে এমন একটি রিয়েলিটি শো’র বিচারক আমি হবো এটা কল্পনাতেও ছিল না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত