ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

লাগামহীন দর্শক

সেনাবাহিনীর নিরাপত্তায় অনুষ্ঠিত ‘জাল’র কনসার্ট

সেনাবাহিনীর নিরাপত্তায় অনুষ্ঠিত ‘জাল’র কনসার্ট

অনুষ্ঠিত হলো ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্ট। নানা নাটকীয়তার পর সেনাবাহিনীর উপস্থিতিতে এই কনসার্টে ঢাকার শ্রোতাদের গান শোনাতে পারলো পাকিস্তানি ব্যান্ডদল ‘জাল’। গত শনিবার যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে অনুষ্ঠিত হয় কনসার্টটি। এতে ‘জাল’ ছাড়াও গান পরিবেশন করে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস ও অর্থহীন। এদিন বিকাল থেকে শপিংমলে অগ্রিম টিকিট সংগ্রহ করা দর্শকদের ভিড় দেখা যায়। তবে শপিংমলে ভেন্যু হওয়ায় বাধে বিপত্তি। টিকিট না থাকলেও অনেকেই কনসার্টের গেটের সামনে ভিড় জমান। তাদের নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খায় দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা। সন্ধ্যা সাড়ে ছয়টার পরপরেই মঞ্চে ওঠে ভাইকিংস। তাদের পরিবেশনার সময় কনসার্টস্থলের মূল গেটের সামনে দেয়া অস্থায়ী দেয়াল সরিয়ে দেন উৎসুক জনতা। এমন অবস্থায় কয়েক দফায় টিকিটবিহীন কয়েকশো করে লোক অনুপ্রবেশ করেন। আয়োজকরা এমন পরিস্থিতিতেই কনসার্ট চালিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত