ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

‘ধুম ৪’ এ রণবীর কাপুর

‘ধুম ৪’ এ রণবীর কাপুর

বলিউড যখন শাহরুখ সালমান আমিরদের কাঁধে ভর করে চলছিল তখন অনেকেই পড়েছিলেন দুশ্চিন্তায়। আর কতদিন বি-টাউনকে টেনে নেবেন বুড়ো খানেরা? পরবর্তী প্রজন্মের কে হবেন তাদের উত্তরসূরি? এই প্রশ্ন যখন জোরেশোরে চেপে বসেছে তখন ব্রক্ষ্মাস্ত্র, অ্যানিমেলের মতো ধুম ধাড়াক্কা ছবি উপহার দিয়ে রণবীর কাপুর জানান দেন তিনিই হবেন পরবর্তী কাণ্ডারী। ছোট কাপুরের ওপর ভরসাও রাখছেন সবাই। প্রমাণ ধুম ৪ সিনেমা। জন আব্রাহাম, ঋত্বিক রোশান আমির খানদের নিয়ে হিট করা সিনেমার চতুর্থ পর্বে দেখা যাবে রণবীরকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে রণবীরের। ‘ধুম ৪’ এর প্রাথমিক গল্প শুনে কাপুরনন্দন নিজে থেকেই অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রযোজক আদিত্য চোপড়ারও এক্ষেত্রে পয়লা পছন্দ রণবীর কাপুর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত