ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আলোয় আসছে অন্ধকারের গল্প

আলোয় আসছে অন্ধকারের গল্প

গল্পটা অন্ধকারের। ২০০৭ সালে ময়মনসিংহে রেললাইনে একসঙ্গে একই পরিবারের ৯ সদস্য আত্মহত্যা করে। ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়। সময়ের আবর্তনে ঘটনাটি অন্ধকারে তলিয়ে যায়। তবে সে রহস্যজনক ঘটনাকে ‘চক্র’ নামে ওটিটি পর্দায় আনার ঘোষণা দেন ভিকি জাহেদ। তাও কয়েক বছর আগে। প্রস্তুতি নিয়ে শুটিংয়ে নেমেও বারবার পড়তে হয়েছে বাধার মুখে। নির্মাণ শেষে আবার বাধা সাবেক সেন্সর বোর্ডের। এরপর মুক্তিতে বাধা আসে রাজনৈতিক ও প্রাকৃতিক বৈরি পরিবেশের কারণে। সব পেরিয়ে অবশেষে মুক্তির তারিখ চূড়ান্ত হলো তাসনিয়া ফারিণ অভিনীত সিরিজটি। আগামী ১০ অক্টোবর আই-স্ক্রিনে মুক্তি পাবে এটি। এর অন্যতম আরেকটি চরিত্রে আছেন তৌসিফ মাহবুব। নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘এটা ঠিক ২০০৭ সালের হুবহু ওই পরিবারের গল্প নয়, তবে সে প্রসঙ্গটি আছে।’ যোগ করেন, ‘বাস্তব ঘটনাটির সঙ্গে কল্পনার সমন্বয় করেছি। যেহেতু স্পর্শকাতর বিষয়, তাই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নেয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু সাবেক সেন্সর বোর্ড অনেক কিছু কাটতে বলেছিল, যা কনটেন্টের মান নষ্ট করে ফেলবে। এখন তো সেন্সর নেই। তখন টিভি সিরিজ হিসেবে বানানো হয়েছিল, এখন এটিকে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হচ্ছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত