ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কানাডার উৎসবে চঞ্চলের সিনেমা

কানাডার উৎসবে চঞ্চলের সিনেমা

দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের দর্শকের কাছেও পেয়েছেন গ্রহণযোগ্যতা। তার অভিনয়ের দ্যুতিতে আলোকিত দুই বাংলার সিনেমাই। একের পর এক চরিত্রে নতুন করে নিজেকে তৈরি করতে সিদ্ধহস্ত তিনি। বলছি অভিনয়-গান-চিত্রকলায় পারদর্শী সব্যসাচী তারকা চঞ্চল চৌধুরীর কথা। চরিত্রের প্রয়োজনে নিজেকে আমূল বদলে নেয়ার প্রমাণ তিনি দিয়েছেন সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ সিনেমাতেও। এতে চঞ্চল হাজির হন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন হয়ে। তার লুক ও অভিনয় দুই বাংলাতেই সাড়া ফেলেছে। তবে ছবিটি খুব একটা দর্শক টানেনি হলে। সে নিয়ে অবশ্য সিনেমার পরিচালক সৃজিত বা অভিনেতা চঞ্চলের তেমন মনোবেদনা নেই। সৃজিত বরং জানিয়েছেন, ‘পদাতিক’ নির্মাণ করে তিনি তৃপ্ত। এদিকে সিনেমাটির নতুন খবর পাওয়া গেল। জানা গেছে, ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা)’য় জায়গা করে নিয়েছে ‘পদাতিক’। কানাডার টরন্টোয় উৎসবের পর্দা উঠবে আগামী ১০ অক্টোবর। এটি চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। প্রোমো প্রকাশ করে তথ্যটি সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন চঞ্চল চৌধুরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত