ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাফল্যের এক দশকে উচ্ছ্বসিত হিমি

সাফল্যের এক দশকে উচ্ছ্বসিত হিমি

অভিনয় জীবনে পথচলার সাফল্যের দশ বছরে এসে এবারই প্রথম নিজের জন্মদিন একটু বিশেষভাবে আয়োজন করে উদযাপন করেছেন বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গত ৪ অক্টোবর ছিল হিমির জন্মদিন। সেদিন রাতে তিনি রাজধানীর উত্তরার জসীম উদ্দিনে অবস্থিত ‘লাউঞ্জ থ্রি’ রেস্তোরাঁর তৃতীয় তলায় জন্মদিন উদযাপনের আয়োজন করেন। তার জন্মদিনে প্রধান অতিথি ছিলেন তার বাবা মো. আব্দুল হালিম ও মা রোকসানা বেগম। হিমির ভাষ্যমতে, আমার জীবনের সবকিছুই আসলে আমার বাবা মাকে ঘিরে। তাই তারাই এমন একটি আয়োজনের প্রধান অতিথি হিসেবে সম্মানীত স্থানে থাকুক। হিমির নিমন্ত্রণে হিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলেন গুণী অভিনেত্রী সাবেরী আলম, তুতিয়া ইয়াসমনি পাপিয়া, মনিরা মিঠু, সময়ের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও তার স্ত্রী তাসনুভা তাবাসসুম, অভিনেত্রী রিমু রোজা খন্দকার, এস এন ফ্যাশন হাউজর কর্ণধার মো. শামীম আল হাসান, নাট্যনির্মাতা ইমরাউল রাফাত, এস আর মজুমদার, মুসাফির রনি, মিতুল খান, জুবায়ের ইবনে বকর, মুরসালিন শুভ, বিশ্বজিৎ দত্ত, প্রীতি দত্ত, মাইদুল রাকিব, জুলফিকার শিশির, সুরকার সঙ্গীত পরিচালক আপেল মাহমুদ এমিলসহ আরো অনেকেই। সন্ধ্যা সাতটা থেকেই অনুষ্ঠানস্থলে আমন্ত্রিত অতিথিরা একে একে আসতে শুরু করেন। অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন হিমি। যেহেতু তার জন্মদিন ছিল, তাই তাকে ঘিরেই ছিল যতো আনন্দ উচ্ছ্বাস। রাত নয়টায় হিমি সবাইকে সঙ্গে নিয়ে কেক কাটেন। বাবা, মাসহ সবাইকে একে একে কেক খাইয়ে দিয়ে হিমি তার ভালোলাগা প্রকাশ করেন। হিমি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার এবারের জন্মদিন এই বড় বেলায় এসে আমার সবচেয়ে ভালোলাগার জন্মদিন ছিল। আমার আজকের হিমি হয়ে উঠার নেপথ্যে আমার বাবা মায়ের বাইরে যারা নানানভাবে আমার জীবন চলার পথে ভূমিকা রেখেছেন, তাদেরকে এমন একটি উদযাপনে পাশে পেয়েছি, এটাই আমার জন্য অনেক অনেক ভালোলাগার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত