ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রথম দেশাত্নবোধক গানে দিঠি ও অপু

প্রথম দেশাত্নবোধক গানে দিঠি ও অপু

অনেক টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন দিঠি আনোয়ার ও অপু আমান। সরাসরি গানের অনুষ্ঠানগুলোতে দর্শকের গান গাওয়ার অনুরোধের পাশাপাশি তাদের দু’জনকে একসঙ্গে মৌলিক গান গাইবারও অনুরোধ করেন দর্শক। এবার দিঠি ও অপু দর্শকের অনুরোধ রাখলেন। শ্রোতা দর্শকের কথা ভেবেই এবারই প্রথম তারা দু’জন একটি দেশাত্ববোধক গানে কণ্ঠ দিলেন। গানের কথা হচ্ছে ‘আমাকে জানতে চেওনা, আমাকে মানতে চেওনা’। এমন গানের কথা লিখেছেন উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, যিনি দিঠি আনোয়ারেরই বাবা। গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকাল করার আগেই কিছু গান লিখেছিলেন। সেই গানের মধ্যে একটা এই গান। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে রাজধানীর বনশ্রীর একটি রেকর্ডিং স্টুডিওতে। দিঠি জানান শুধু এই গান নয়, আরো বেশ কয়েকটি গানের কাজ চলছে। সবগুলো গান আগামী ডিসেম্বরে একে একে তারই বাবার নামে ইউটিউব চ্যানেল ‘গাজী মাজহারুল আনোয়ার’-এ গানগুলো প্রকাশ পাবে। আগামী মাসে গানগুলোর মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হবে। দিঠি বলেন, ‘আব্বুর লেখা প্রতিটি গানই আসলে ভীষণ ভালোলাগার। প্রতিটি গানের কথার গভীরতা এতো বিশাল যা গানগুলো প্রকাশের পর বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন শ্রোতা দর্শক। অবশ্যই আমি গর্ববোধ করি যে আমি একজন গাজী মাজহারুল আনোয়ারের কন্যা। আমার বাবাকে এই দেশ, দেশের মানুষ তার চলে যাওয়ার পরও যে সম্মান, যে ভালোবাসা প্রদর্শন করে তাতে আমার বুক গর্বে ভরে উঠে। আব্বুর লেখা দেশাত্ববোধক এই গানটি রেকর্ড করার সময় কতো স্মৃতি যে চোখের সামনে ভেসে উঠছিল তা বলার মতো নয়। অপুর সত্যিই সৌভাগ্য আব্বুর লেখা গানের সুর করার সুযোগ সে পেলো এবং গাইতেও পেরেছে। অপুকে ধন্যবাদ অনেক যত্ন নিয়ে গানগুলোর কাজ করার জন্য।’ অপু আমান বলেন, ‘শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার চাচা মারা যাবার কয়েকদিন আগেই গানগুলো আমাকে সুর করার জন্য বললেন। আমার স্পষ্ট মনে আছে, কোনো ভাবেই গানগুলোর সুর আসছিলোনা। আমি একদিন চাচার কাছে গেলাম, টানা চার/পাঁচ ঘণ্টা আড্ডা দিলাম। রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তারপর বাসায় এসে হারমোনিয়াম নিয়ে বসার পর এক ঘণ্টার মধ্যেই চাচার লেখা চারটি গানের সুর করলাম। দেশাত্ববোধক এই গানটিও সেই সময়েই সুর করা গান। আমার সত্যিই সারাজীবনের অনেক বড় প্রাপ্তি যে চাচার গানের সুর করতে পেরেছি আমি। ধন্যবাদ দিঠি আপাকে। দিঠি আপার জন্যই আসলে সব সম্ভব হয়েছে। তার প্রতি অনেক কৃতজ্ঞতা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত