ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আলিয়া-তৃপ্তির রুপালি পর্দার লড়াই!

আলিয়া-তৃপ্তির রুপালি পর্দার লড়াই!

বলিউডের রুপালি পর্দার প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ক্যারিয়ারের শুরু থেকেই বৃত্তের বাইরে গিয়ে নানারকম চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভেঙে আবার নতুন করে গড়েছেন। আলিয়ার অভিনয় জীবনের সবচেয়ে আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। এই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী। হিন্দি সিনেমার আঙিনা ছাড়িয়ে হলিউডে পা রেখেছেন আলিয়া ভাট। প্যান ইন্ডিয়ান ছবিতেও অভিনয় করেছেন তিনি। ২০২২ সালে এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এ ছাড়া আলিয়া ভাট অভিনীত আলোচিত সিনেমাগুলোর মধ্যে ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’, ‘রাজি’, ‘কলঙ্ক’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ উল্লেখযোগ্য। এক যুগের কারিয়ারে একের পর এক ভিন্ন ধাঁচের সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন সিনেপ্রেমীদের।

আলিয়া ভাট সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিনীত আসন্ন হিন্দি সিনেমা ‘জিগরা’র একটি পোস্টার শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা যায় কাদামাটি মাখা শার্টের ওপর সারভাইভাল ভেস্ট পরা, পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে যুদ্ধংদেহী অবতারে। এ ছাড়া এ ছবির একটি ট্রেলারও নেটদুনিয়ার বেশ সাড়া ফেলেছে। আলিয়া ভাটের সমালোচকরা যতই নেপোটিজম ইস্যুতে তাকে ঘায়েল করার চেষ্টা করুক না কেন, মহেশ ভাট কন্যা যে তার অভিনয় দক্ষতা দিয়ে সিনেমা জগতে বারবার আলোড়ন তোলেন, জিগরার ট্রেলারে তার এক ঝলক নমুনা দেখিয়েছেন। মাতৃত্বজনিত বিরতি ভেঙে এবার এ ছবিতে অ্যাকশন লুকে ধরা দেবেন তিনি। ভাইবোনের সম্পর্ক নিয়ে ছবিটির কাহিনি গড়ে উঠেছে। এ ছবিতে আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাং রায়না। এদিকে বলিউড সিনেপাড়ায় হালের আলোচিত আরেক প্রিয়মুখ তৃপ্তি দিমরি। গত বছর ‘অ্যানিম্যাল’ মুক্তির পর থেকেই রীতিমতো তিনি ভারতের ক্রাশ হয়ে ওঠেন। এ ছবিতে ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছিল তৃপ্তিকে। কিন্তু পর্দায় স্বল্প উপস্থিতিতে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তার ঝুলিতে এখন দারুণ দারুণ সব প্রকল্প। ২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তৃপ্তি দিমরি। সাত বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে অভিনয় করেছেন মোট ১০টি সিনেমা আর ওয়েব ফিল্মে। অভিনয়ের জন্য বাঁধভাঙা প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়েছে তাকে। সম্প্রতি এই অভিনেত্রী বাদ পড়েছেন ‘পুষ্পা ২’ ছবির আইটেম গান থেকে। তাতে কী হয়েছে! পরিচালকদের আগ্রহের কেন্দ্রে এখনো তৃপ্তি দিমরি। তৃপ্তির শক্তির জায়গা তার অভিনয়। এটাই তৃপ্তিকে নিয়ে নির্মাতাদের আগ্রহের অন্যতম কারণ। ইতিহাসনির্ভর গল্প অথবা রোমান্টিক বা কমেডি– পর্দায় যে কোনো ধরনের চরিত্রে নিজেকে সহজেই মানিয়ে নিতে পারেন এই অভিনেত্রী। কেবল শৈল্পিক ঘরানার সিনেমা বা সিরিজ নয়, পুরোপুরি বাণিজ্যিক ধারার কাজেও তৃপ্তি অনায়াসে মানিয়ে যান। বলিউডের সমসাময়িক অন্যসব অভিনেত্রীকে ছাড়িয়ে তৃপ্তি দিমরি এখন জনপ্রিয়তার তুঙ্গে। অভিনয় দক্ষতা আর সব ধরনের চরিত্রে মানিয়ে নেয়ার ক্ষমতার সঙ্গে তার ফর্মটাও ভালো যাচ্ছে। আগামীতে এই অভিনেত্রী হাজির হতে যাচ্ছেন বেশ কিছু চমকপ্রদ ছবিতে। এর মধ্যে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ও ‘ভুল ভুলাইয়া-৩’ বেশ আলোচিত। ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিওতে তার বিপরীতে রাজকুমার রাও এবং ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমায় কার্তিক আরিয়ান অভিনয় করেছেন। এ ছাড়া সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে তাকে দেখা যাবে ‘ধড়ক ২’ ছবিতে। ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ বাণিজ্যিক ঘরানার ছবি। নবদম্পতি ভিকি ও বিদ্যার বাসররাতের হারিয়ে যাওয়া একটি ভিডিও সিডির অনুসন্ধান নিয়ে ছবির কাহিনি আবর্তিত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত