ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রানা-সুব্রত,র নির্দেশনায় ‘হারাতে চাইনাতে শাশ্বত-আইশা

রানা-সুব্রত,র নির্দেশনায় ‘হারাতে চাইনাতে শাশ্বত-আইশা

বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়ক সোহেল রানা। তারই আপন বোনের মেয়ে বাংলাদেশের আরেক নন্দিত মডেল, অভিনেত্রী, নির্মাতা তানিয়া আহমেদ। তানিয়া আহমেদ’রই আপন ছোট ভাই নাট্যনির্মাতা অমিতাভ আহমেদ রানা। বন্ধু সুব্রত মিত্রকে সঙ্গে নিয়ে রানা যৌথ পরিচালনায় বেশ কয়েক বছর ধরে নাটক নির্মাণ করে আসছেন। তারা দু’জন যৌথভাবে এখন পর্যন্ত সাতাশটি নাটক নির্মাণ করেছেন, যারমধ্যে বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে ‘সুবর্ণ তিথি’, ‘টুরু লাভ’, ‘ভোর হতে একটু বাকী’, ‘ঘুনপোকার গল্প’, ‘বয়প্রেণ্ডের সাথে বয়ফ্রে- ফ্রি’ ইত্যাদি। এরই মধ্যে রানা ও সুব্রত এই প্রজন্মের আলোচিত দুই অভিনয়শিল্পী শাশ্বত দত্ত ও আইশা খানকে নিয়ে অনামিকা মণ্ডলের গল্পে নির্মাণ করেছেন ‘হারাতে চাইনি’ শিরোনামের আরো একটি নাটক। নাটকে শাশ্বত অভিনয় করেছেন রবিন চরিত্রে ও আইশা অভিনয় করেছেন রিয়া চরিত্রে। শাশ্বত ও আইশা এর আগে ‘রক্ত লাগবে’, ‘খুশবু’, ‘সেই সময়’, ‘ঘাস ফড়িংসহ আরো দু’টি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। প্রত্যেকটি নাটকে তাদের দু’জনের ন্যাচারাল অ্যাক্টিং দর্শককে মুগ্ধ করেছে। দু’জন সম্পর্কে জেনেই রানা সুব্রত তাদের নাটকে শাশ্বত আইশাকে নিয়ে ‘হারাতে চাইনা’ নাটকটি নির্মাণ করেছেন। অবশ্য শাশ্বত ও আইশা প্রথম একসঙ্গে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ‘রাঁধুনী হালিম’র বিজ্ঞাপনে তারা দু’জন প্রথম একসঙ্গে কাজ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত