এদেশের মঞ্চ নাটক, টিভি নাটক এবং চলচ্চিত্রাঙ্গন যাদের অভিনয়ে সমৃদ্ধ হয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আরিফুল হক। বিগত দুই দশকেরও বেশি সময় যাবত তিনি সপরিবারে কানাডায় অবস্থান করলেও মাঝে মাঝে মনের টানেই দেশের মাটিতে ছুটে আসতেন তিনি। সর্বশেষ তিনি ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন। এরপর আর শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নয় বিধায় তার আর দেশে আসা কোনো ভাবেই সম্ভব হয়নি। কথায় কথায় আরিফুল হক একটি কথা এখন প্রায়ই বলেন, ‘আর মায়ায় জড়াতে চাই না, কারণ জানি না আর দেখা হবে কী না এদেশের মানুষের সঙ্গে, এদেশের মাটির ধুলোর পথে আর হাঁটা হবে কী জানা নেই, এদেশের দর্শকের জন্য অভিনয় করা হবে কী না তাও জানা নেই। তাই দেশে ফিরলে এমন ভাবনায় কেঁদে উঠে মন। মানুষ হয়ে এসেছি পৃথিবীতে, জানি চলে যেতে হবেই একদিন। কিন্তু বয়স, সময় সবমিলিয়ে যখন বারবার জানান দেয় চলে যাবার সময় এসেছে, তখন আর মন চায়না এই পৃথিবীর মায়া কাটিয়ে সবাইকে ছেড়ে চলে যেতে। বারবার সেইসব প্রিয় প্রিয় মুখগুলোর কাছেই থেকে যেতে মন চায়।’ ১৯৩৪ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন আরিফুল হক, ভারতের হাওড়াতে। আগামীকাল তিনি ৯০ বছর পূর্ণ করে ৯১’তে পা রাখবেন।