বেশ কয়েকটি টিভি’ শোতে একসঙ্গে গান গেয়ে শ্রোতা দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় দুই সঙ্গীতশিল্পী লাবণ্য-ইউসুফ। এই দু’জনের কণ্ঠে প্রথম কোনো মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। গানের শিরোনাম ‘চাইনা হৃদয় ভেঙে যাক’। আজ ইউসুফ আহমেদ খান’র জন্মদিন। জন্মদিন উপলক্ষেই গানটি আজ বিকালে ‘ইউসুফ’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক, গীতিকার, সুরকার অভি মঈনুদ্দীন। ইউসুফ-লাবণ্য জানান, গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ পাবে ‘ইউসুফ’ ইউটিউব চ্যানেলসহ বিশ্বের যতোগুলো স্ট্রিমিং প্লাটফরম আছে সবগুলোতেই গানটি প্রকাশ পাবে। চলতি মাসের শেষপ্রান্তেই দু’জন শিল্পীর একজনের কণ্ঠে গানটির একক ভার্সন প্রকাশ পাবে। গানটির সঙ্গীত পরিচালনায় আছেন ইউসুফ ও সঙ্গীতায়োজন করেছে সাউ-হ্যাকার। গানটি প্রসঙ্গে ইউসুফ আহমেদ খান বলেন, ‘এই গানটি অভি ভাইয়ের জীবনে লেখা ও সুর করা প্রথম গান। যতোদূর মনে পড়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এই গানটির সৃষ্টি। যেদিন তিনি গানটি লিখেন ও সুর করেন সেদিনই তারসঙ্গে আমার রাজধানীর কাকরাইলে সাউণ্টড হ্যাকারের অফিসে দেখা হয়েছিল। তখন থেকেই এই গানটি নিয়ে অভি ভাইয়ের একটা অন্যরকম ভালোলাগা কাজ করছিল। নানান কারণে গানটি গেলো চার বছরে প্রকাশ করার সুযোগ হয়ে উঠেনি। একসময় অভি ভাই-ই সিদ্ধান্ত নিলেন এই গানটি দ্বৈত গান হবে এবং আমার ও লাবণ্য’র কণ্ঠে। অবশেষে গানটি আজ প্রকাশ পেতে যাচ্ছে। এই গানের প্রতি আমার যে কতোটা ভালোলাগা আছে তা ভাষায় প্রকাশের নয়। কী যে মিষ্টি একটা কণ্ঠ লাবণ্য’র, আহা তার কণ্ঠে এই গান প্রাণ জুড়িয়ে যায়।’ লাবণ্য বলেন, ‘আমার সত্যিই পরম সৌভাগ্য যে এই গানটি আমি গাইবার সুযোগ পেয়েছি। অভি ভাই, ইউসুফ ভাই আমার উপর আস্থা রেখেছেন বিধায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই গানের প্রতি আজীবন আমার ভালোবাসা থাকবে। শ্রোতাদের অনুরোধ করবো গানটি একবার হলেও মন দিয়ে উপভোগ করার জন্য।’ অভি মঈনুদ্দীন বলেন, ‘যখন এই গানের সৃষ্টি হলো তখন মনে হলো গানটি আমিই গাই। আমার একটা নিজের কণ্ঠে মৌলিক গান থাকুক। কিন্তু পরে ভয়েজ দেবার পর ভেবে দেখলাম আমার কণ্ঠে গানটির কথা ও সুরের যথাযথ আবেদন প্রকাশ পায়না।