ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আত্মহত্যার গল্পে প্রশংসায় ভাসছে ‘চক্র’

আত্মহত্যার গল্পে প্রশংসায় ভাসছে ‘চক্র’

আজ থেকে ১৭ বছর আগে ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন। আলোচিত সেই ঘটনা নিয়ে চিত্রনাট্যে তুলে আনেন পরিচালক ভিকি জাহেদ। গেল তিন বছর ধরে দৃশ্যধারণসহ নানা কাজ সেরেছেন তিনি, কিন্তু কাজ শেষ করতে পারছিলেন না। বহু বাধা পেরিয়ে এবার সেই চিত্রনাট্যের সিরিজ আলোর মুখ দেখল। গত ১০ অক্টোবর রাতে দেশের একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে সেই আলোচিত ঘটনা নিয়ে তৈরি ওয়েব সিরিজ ‘চক্র’। সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত সেই ওয়েব সিরিজটি এখন বেশ আলোচনায় আলোচনায়। ২০ পর্বের এই সিরিজটি দেখে দর্শক বলছেন উপভোগ্য। প্রতিক্রিয়া জানাচ্ছেন সিনেমা, নাটক ও সিরিজের বিভিন্ন গ্রুপে। রহস্যে ভরা ট্রেলার দেখেই দর্শক ‘চক্র’ নিয়ে ছিলেন আশাবাদী। সিরিজটি দেখে অনেকেই প্রতিক্রিয়ায় জানিয়েছেন, মাঝেমধ্যে কিছু দৃশ্যে গায়ে কাঁটা দিয়ে ওঠে! নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘অবশেষে ‘চক্র’ মুক্তি পেল। ২০২১ সালে পরিকল্পিত এই কাজ অনেক চড়াই উৎরাইয়ের পর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কাজটা চ্যানেল আইয়ের জন্য টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এর স্পর্শকাতর বিষয়বস্তুর জন্য এখন এটা ওটিটিতে প্রদর্শিত হচ্ছে।’ এদিকে অভিনেতা তৌসিফ জানান, ‘চক্র’ নিয়ে দর্শকের পক্ষ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। অন্যদিকে গত শনিবার অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘আমরা সবসময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনো আছর করতে পারে না। আপনি কোন দলে?’ মন্তব্যের ঘরে শেয়ার করেছেন ‘চক্র’ দেখার লিংক। এর আগে এ সিরিজে কাজ করতে গিয়ে তাসনিয়া ফারিণ অজ্ঞান হয়ে পড়েছিলেন উল্লেখ করে তিনি বলেছিলেন, এ কাজটি করার সময় বেশকিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একপর্যায়ে মনে প্রশ্ন জাগে কাজটি করা আমার ঠিক হচ্ছে কী না? এরপর অনেক বাধাবিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে। এটাই আনন্দের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত