আজ মঞ্চস্থ হবে সুমির ‘খোয়াবনামা’

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

২০০০ সাল থেকে নাট্যদল ‘প্রাচ্যনাট’র সাথে সম্পৃক্ত গুণী অভিনেত্রী শাহানা রহমান সুমি। এই দলের হয়ে বিভিন্ন্ সময়ে সুমি ‘কইন্যা’, ‘সার্কাস সার্কাস’, ‘অচলায়তন’ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় একই দলের ‘খোয়াবনামা’ নাটকে কুলসুশ চরিত্রে অভিনয় করেও বেশ প্রশংসা কুঁড়িয়েছেন সুমি। এটি ‘প্রাচ্যনাট’র ৩৭’তম প্রযোজনায়। ‘খোয়াবনামা’য় কুলসুমই অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে। নাটকটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব ও নির্দেশনা দিচ্ছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। আজ সন্ধ্যা সাতটায় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’ জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে ‘খোয়াবনামা’ নাটকটিা ১৫’তম মঞায়ন। শাহানা রহমান সুমি বলেন, ‘এর আগে এই নাটকে কুলসুম চরিত্রে অন্য একজন অভিনেত্রী অভিনয় করতেন। দু’তিনটি শোতে অভিনয় করার পর কুলসুম চরিত্রে আমি অভিনয় করা শুরু করি। এরই মধ্যে বেশ কয়েকটি শোতে আমি অংশ নিয়েছে। দর্শকের কাছে থেকে সবসময়ই দারুণ সাড়া পেয়ে আসছি। সত্যি বলতে কী মঞ্চে এখন যারা নিয়মিত নির্দেশনা দিচ্ছেন তাদের মধ্যে কাজী তৌফিকুল ইসলাম ইমন ভাই খুউব ভালো করছেন। তার নির্দেশনায় মুগ্ধ আমি। আশা করছি আজ যারা নাটকটি উপভোগ করতে আসবেন, তাদের নিশ্চয়ই ভালোলাগবে আমাদের খোয়াবনামা। সবাইকে আমন্ত্রণ জানাই নাটকটি দেখার জন্য।’ এদিকে বাংলাদেশ টেলিভিশনে সুমি অভিনীত আশরাফী মিঠু পরিচালিত ‘এক্কা দোক্কা’ নাটকটি প্রচার হচ্ছে। এরই মধ্যে সুমি সুজন মাহমুদের পরিচালিনায় এক ঝাক নতুন ছেলে মেয়ের সঙ্গে একটি নতুন সিনেমায় অভিনয় করলেন। সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। সুমি অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘আগন্তুক’।