মেহজাবীনের গল্পে শেষ হলো জোভান-মালাইকার ‘সন্ধিক্ষণ’

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম আলোচিত মডেল, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকারও মিডিয়াতে অভিষেক হয়েছিলো কিছুদিন আগে। আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে মালাইকার অভিষেক হয়। এবার তার যাত্রা শুরু হলো অভিনয়ের দুনিয়ায়। বড় বোন মেহজাবীনেরই গল্পে গুণী নির্মাতা মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘সন্ধিক্ষণ’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে মালাইকার অভিনয়ে যাত্রা শুরু হলো। এরইমধ্যে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে গতকাল শনিবার। অভিনয়ের দুনিয়ায় যাত্রা শুরুর কালেই মালাইকা তার সহশিল্পী হিসেবে পেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানকে। পরিচালক রাজ যেমন মালাইকাকে অভিনয়ের ব্যাপারে শতভাগ সহযোগিতা করেছেন ঠিক তেমনি অভিনেতা জোভানও মালাইকাকে ইরা চরিত্রে ফুটিয়ে তুলতে সবোচ্চ সহযোগিতা করেছেন। পুরো ইউনিট আসলে এই ‘সন্ধিক্ষণ’ কাজটি নিয়ে ভীষণ আশাবাদী। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘জোভানতো পরীক্ষিত অভিনেতা। আমার নির্দেশনায় এর আগে জোভান অনেক ভালো ভালো কাজ করেছে, যাতে তার অভিনয়েও দর্শক ভীষণ মুগ্ধ হয়েছেন। এবার তারসঙ্গে যাত্রা শুরু হলো মালাইকার। অভিনয়ে নতুন হিসেবে মালাইকাও ভীষণ চেষ্টা করেছে তার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। নতুন হিসেবে বেশ ভালো করেছে। আমার মনে হয় মালাইকা যদি অভিনয়ে নিয়মিত হয় তাহলে খুউব ভালো করবে। কারণ তার এক্সপ্রেসন, তার সংলাপ প্রক্ষেপণ খুউব ভালো। নির্মাতা হিসেবে আমি আশাবাদী মালাইকাকে নিয়ে।’ জোভান বলেন, ‘যেহেতু অভিনয়ে তার প্রথম কাজ সন্ধিক্ষণ। অভিনয় নিয়ে এখনই বলতে চাই না, তবে এতোটুকু বলবো মালাইকা খুউব লক্ষী এবং ভদ্র একটা মেয়ে। শুটিং-এর আগে আমরা একদিন মিটিং করেছি, রিহার্সেল করেছি। দেখলাম যে অভিনয় করার বা শেখার আগ্রহটা ওর মধ্যে আছে। সত্যি বলতে কী সবাইকেই সময় দিতে হয়, মালাইকাকেও সময় দিতে হবে, সময় দিলেই ও ভালো করবে এটা আমার বিশ্বাস। আর রাজ ভাইয়ার নির্দেশনায় সাড়ে তিন বছর পর কাজ করছি। খুউব ভালোলাগছে।’ মেহজাবীনের ভীষণ আদরের ছোট বোন মালাইকা বলেন, ‘ সত্যি বলতে কী আমার কাছে একেবারেই নতুন একটি জায়গা এই অভিনয়ের জায়গাটা। রাজ ভাই নির্মাতা হিসেবে ভীষণ ফ্যাঙ্কলি। যে কারণে খুউব সহজে কাজটা করতে পারছি। জোভান ভাইয়াও ভীষণ কো-অপারেটিভ। কাজটা ভালো হচ্ছে। নতুন হিসেবে সবাই আমাকে সহযোগিতা করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। আশা করছি সন্ধিক্ষণ দর্শকের ভালোলাগবে।

আর আমি আগামীতে সবার দোয়া চাই, সহযোগিতা চাই।’ নাটকটির সিনেমাটােগ্রাফার হিসেবে আছেন নাজমুল হাসান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রধান সহকারী পরিচালক কেএম সোহাগ রানা জানান, শিগগিরই নাটকটি ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে।