লোকসংগীত বাঙালি জাতির সংস্কৃতি আর ঐতিহ্যে হাজার বছর ধরে প্রবহমান। সংগীতের এ ধারায় মিশে আছে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা, প্রেম আর মাটির ঘ্রাণ। লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতিবছর এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’-এর উদ্যোগ নেয়। তবে ২০১৯ সালে উৎসবের পঞ্চম আসরের পর এটি আর অনুষ্ঠিত হয়নি। ২০২০ সালে করোনা পরিস্থিতির জন্য হয়নি ফোকফেস্ট। ২০২১ সালেও হবে হবে করে শেষপর্যন্ত করোনাভাইরাসের আতঙ্কেই উৎসবটি করার সুযোগ পায়নি সান ফাউন্ডেশন। পরবর্তী দুই বছরেও উঠেনি আন্তর্জাতিক লোকসংগীতের উৎসবের পর্দা। ধারাবাহিকভাবে পাঁচ বছরের পরিক্রমায় সংগীতপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। সেটি বন্ধ হওয়ায় হতাশ ছিলেন সবাই।
আশার কথা হলো, চার বছরের বিরতি কাটিয়ে আবারও ফিরতে চলেছে লোক গানের উৎসবটি।