ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিকতায় অভি মঈনুদ্দীনের ‘রজত জয়ন্তী’

সাংবাদিকতায় অভি মঈনুদ্দীনের ‘রজত জয়ন্তী’

অভি মঈনুদ্দীন, দেশের প্রখ্যাত একজন বিনোদন সাংবাদিক। আজ থেকে ২৫ বছর আগে দৈনিক ‘আজকের কাগজ’এ একজন প্রদায়ক হিসেবে তার সাংবাদিকতার সাথে সম্পৃক্ততা ঘটে। দীর্ঘ ২৫ বছরের এই পথচলায় তিনি বিকল্প আর কিছু করার ভাবনাও ভাবেননি একটি বারের জন্য। বিনোদন সাংবাদিকতাকে মনে প্রাণে ভালোবেসে তিনি এখানেই থেকে গেলেন। প্রয়াত অমর নায়ক সালমান শাহকে নিয়ে তিনি প্রথম প্রতিবেদন লিখেন। তবে আরেক প্রয়াত নায়ক বুলবুল আহমেদ’র সাক্ষাৎকার নেয়াই ছিল তার প্রথম সাক্ষাৎকার।

এরপর থেকে আজ অবধি জীবন্ত কিংবদন্তী যতো শিল্পীকে তিনি পেয়েছেন, সবার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎকার নিয়েছেন। আর নতুন প্রজন্মের শিল্পীদের মোটামুটি সবারই সাক্ষাৎকার নিয়েছেন তিনি, সংবাদও লিখেছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে তিনি চলচ্চিত্র, নাটক গান বিষয়ে নানান সমস্যা চিহ্নিত করণ এবং তার সমাধানের পথ দেখিয়েও দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে লিখেছেন তিনি। একজন বিনোদন সাংবাদিক হিসেবে শ্রেষ্ঠত্বর স্বীকৃতি স্বরূপ তিনি প্রথম ২০১২ সালে ‘বাবিসাস’ সম্মাননা লাভ করেন। এরপর থেকে আজ অবধি তিনি ত্রিশ বারের মতো দেশের বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন। অভি মঈনুদ্দীন ২০০৬ সাল থেকে আজ অবধি দৈনিক করতোয়া’র বিনোদন বিভাগের প্রধান হিসেব কর্মরত আছেন। এ ছাড়াও বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ম্যাগাজিন-এ লেখালেখি করেছেন। সুনামগঞ্জের নতুন উপজেলা মধ্যনগর বাজারে তার জন্ম। তার বাবা গিয়াস উদ্দিন আহমেদ ও মা রুশেদা পারভীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত