ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নতুন অধ্যায়ে শবনম ফারিয়া

নতুন অধ্যায়ে শবনম ফারিয়া

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গ্ল্যামারে ফুটে ওঠা এই অভিনেত্রীর শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে অর্জন করেছেন খ্যাতি। কাজ করছেন বিভিন্ন ওটিটি কনটেন্ট, সিরিজেও। এর মাঝে অবশ্য ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শবনম ফারিয়া। পড়াশোনা এবং বিভিন্ন চাকরির সঙ্গে যুক্ত থেকে শোবিজ থেকে আলাদা করে নিয়েছিলেন নিজেকে। যদিও গত ঈদে এক নাটকে অভিনয়ের মাধ্যমে কামব্যাক করেছিলেন অভিনেত্রী।এবার অভিনেত্রী শবনম ফারিয়ার জন্য এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে! তবে কী বিয়ে করছেন ফারিয়া? না, এমন কিছু না। তবে তাকে দেখা যাবে বিচারক হিসেবে। দেশের একটি টেলিভিশনের কমেডি অনুষ্ঠানের বিচারকের আসনে বসবেন এই অভিনেত্রী। তার সঙ্গে আরো দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে বেশ আনন্দিতও শবনম ফারিয়া। ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে সাজিন আহমেদ বাবুর ঈদের নাটক ‘ভারপ্রাপ্ত বউ’-এ। সেখানে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত