ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

এবারো নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা

এবারো নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা

২০২৩ সালের কোরবানি ঈদে আফরান নিশো ও তমা মির্জা একসঙ্গে হাজির হন ‘সুড়ঙ্গ’ সিনেমায়। হন সফল। সিনেমা হলে রীতিমতো তাণ্ডব চালান তারা। ফলে এই জুটিকে নিয়ে আশায় বুক বাঁধেন দর্শক। কিন্তু এরপর আর বড়পর্দায় পাওয়া যায়নি নিশো-তমা কাউকে। ফলে অনেকটা হতাশ হন দর্শক। এদিকে সম্প্রতি খবর আসে দ্বিতীয় ছবি ‘দাগী’ নিয়ে ফিরছেন নিশো। এতে আশার আলো দেখতে পান অনুরাগীরা। কে থাকছেন তার বিপরীতে তাই নিয়ে উঠতে থাকে প্রশ্ন। কূল কিনারা না পেয়ে যখন সবাই চুপ তখন গুঞ্জন ওঠে এবারো নিশোর সঙ্গে থাকছেন তমা। সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে এ তথ্য। ফের মাসুদণ্ডময়নাকে একসঙ্গে দেখা যাবে শুনে উদ্বাহু নৃত্য চলছে দর্শকের মনে। কিন্তু এ নিয়ে মুখ খুলছেন না কেউ। তমাও একই আচরণ করলেন। ঢাকা মেইলকে বললেন, ‘সত্যি হলে জানতে পারবেন। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’ ‘সুড়ঙ্গ’-এ নিশো-তমাকে এক করেছিলেন রায়হান রাফী। এবার দায়িত্বটি পালন করবেন শিহাব শাহীন। বিশ্বস্ত সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, শুটিং শুরু হবে নভেম্বর মাসের মাঝামাঝি। আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও আলফা-আই এন্টারটেইনমেন্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত