ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কাজ নেই, সোশ্যাল মিডিয়ায় আছেন সেই পলি

কাজ নেই, সোশ্যাল মিডিয়ায় আছেন সেই পলি

ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত নায়িকাদের একজন রিয়ানা রহমান পলি। ঢালিউডের অশ্লীল যুগে একের পর এক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

সিনেমায় তার সাহসী ও খোলামেলা চরিত্র দর্শকমহলে যেমন প্রশংসিত ছিল, তেমনই নিন্দার কারণও ছিল। ক্যারিয়ারে প্রায় ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। যেখানে তার নায়ক ছিলেন প্রয়াত মান্না থেকে শুরু করে হালের শাকিব খান। তবে একটা সময় সিনেমার জগত থেকে হারিয়ে যান এই নায়িকা। স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সংসার জীবনে। মাঝে দীর্ঘ সময় কেটে গেলেও সেভাবে আর অভিনয়ে দেখা মেলেনি পলির। তবে সোশ্যাল মিডিয়াতে ঠিকই সরব থাকেন তিনি। কাজ নিয়ে কোনো আলোচনায় না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি, ভিডিও পোস্ট করে ভক্তদের মাঝে সাড়া ফেলার চেষ্টা করেন এই অভিনেত্রী। সম্প্রতি চলতি মাসেই নিজের জন্মদিনও ধুমধাম করে আয়োজন করেছেন পলি। যেখানে সহকর্মী, সাংবাদিক থেকে শুরু করে পরিচিত সবাইকে নিয়েই আনন্দে মেতে ওঠেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত