ভিন্ন ধরনের সময় পার বিনোদন সাংবাদিকদের
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের বিনোদন বিভাগে কর্মরত সাংবাদিকদের একসঙ্গে একই অনুষ্ঠানে একত্রে পাওয়া কঠিন একটি বিষয়ই বলা চলে। কিন্তু তারপরও তারা গেলো ৩০ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত বেঙ্গল ব্লুবেরি হোটেলে একত্রিত হয়েছিলেন। মূলত ‘হাওর জিন্স’র সহযোগিতায় অভি মঈনুদ্দীনের উদ্যোগে এক আড্ডায় সাংবাদিকরা একত্রিত হয়েছিলেন। দেখা যায় যে কোনো অনুষ্ঠান ছাড়া তাদের দেখা সাক্ষাৎ হয়ইনা। সাধারণত কোনো সিনেমার বা নাটকের প্রেস কনফারেন্স ছাড়া তাদের দেখা হওয়াটা কঠিনই বৈকি। কারণ সবাই যার যার কাজে খুব ব্যস্ত থাকেন। কিন্তু তারপরও সাংবাদিক অভি মঈনুদ্দীনের আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন’র বেশ কয়েকজন সাংবাদিক একত্রিত হয়ে সময় কাটালেন। মূলত গতকাল ছিলো অভি মঈনুদ্দীনের জন্মদিন। তার আগেরদিনই অভি এমন এক ভিন্ন আয়োজনের উদ্যোগ নেন। সেখানে অভি’র আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন সংবাদ প্রতিদিনের সম্পাদক রিমন মাহফুজ, কালের কণ্ঠের ফিচার এডিটর দাউদ হোসাইন রনি, যুগান্তরের বিনোদন প্রধান এফ আই দীপু, খবরের কাগজের ফিচার এডিটর খালেদ আহমেদসহ দৈনিক বাংলা’র জাহাঙ্গীর বিপ্লব, আমাদের সময়ের তারেক আনন্দ, ডেইলি সানের জাহিদুল ইসলাম, মানবকণ্ঠের অচিন্ত্য চয়ন, নয়াদিগন্তের আলমগীর কবির, সমকালের এমদাদুল হক মিল্টন, বিজনেস পোস্ট’র আফসানা খানম আশা, কালবেলা’র এ এইচ মুরাদ, খোলা কাগজের ওয়ালিউর রহমান, প্রতিদিনের সংবাদ’র তৌহিন খান নেহাল, দেশ রূপান্তরের ইমরুল নূর ও নিউজ টোয়েন্টি ফোর-এর মাজহারুল ইসলাম তামিম, একসময়ের আলোচিত ফটোগ্রাফার ও বর্তমানের নাট্যনির্মাতা জিয়া উদ্দিন আলমসহ আরো অনেকেই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রয়েল ক্যাফে’র কর্ণধার প্রদ্যুৎ কুমার তালুকদার, হাওর জিন্স’র কর্ণধার মো. রমিনুল হক সায়াদ, গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান দীপু। উপস্থিত ছিলেন ‘অভি মঈনুদ্দীন’র সাংবাদিকতার গুরদের একজন ও ‘অভি মঈনুদ্দীন’ নামটির জনক ‘ভাষাচিত্র’ প্রকাশনী’র কর্ণধার খন্দকার সোহেল। অনুষ্ঠানে হঠাৎ এসে উপস্থিত হন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। লুইপা এসেই অগ্রীম জন্মদিনের শুভেচ্ছা জানান অভি’কে। আর এরপরই পুরো আয়োজন যেন এক অন্যরকম আনন্দে রূপ নেয়।
এরপর সবাই মিলে অভি’র জন্মদিন উপলক্ষে কেক কাটেন। সবাই একসাথে অভিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। অভি বলেন, ‘জন্মদিন আসলে একটা উপলক্ষে ছিল। কিন্তু আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিলো যে আমরা যারা মূলত প্রিন্ট মিডিয়ায় দীর্ঘদিন একসাথে পথ চলি কিংবা যারা নানানভাবে আমাকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন আমার সাংবাদিকতার পথচলায়, তাদের সঙ্গে একদিন একত্রে বসে গল্প করতে চাই, আড্ডা দিতে চাই। আমার আহ্বানে সবাই সাড়া দিয়ে এসেছেন, কেউ কেউ ব্যস্ততার কারণে আসতে পারেননি। তারপরও সবার উপস্থিতিতে মনে রাখার মতো সময় কাটালাম আমরা। ধন্যবাদ সবাইকে।’