প্রশংসায় ভাসছে মিকসেতু মিঠুর ‘ভাইভাম্যান’!

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

চাকরিতে প্রতারণা এ দেশের জন্য খুব সাধারণ একটা ঘটনা। সমকালীন সময়ে বেকার সমস্যা দেশের এক অন্যতম সমস্যা! বেকাররা নানা দিক থেকে অবহেলিত। সেই বেকারদের সঙ্গেই প্রতারণা করে একদল মানুষ। আর এটিকে উপজীব্য করে তরুণ নির্মাতা মিকসেতু মিঠু তৈরি করেছেন নাটক ‘ভাইভাম্যান’। গল্পে দেখা যায়, আসাদ চরিত্রে অভিনয় করা পার্থ শেখ একজন বেকার। একের পর এক ভাইভা দিয়ে যাচ্ছেন, চাকরি হচ্ছে না। তার প্রেমিকা শীলা চরিত্রে অভিনয় করা মারিয়া শান্ত চাকরিজীবী। বেকার প্রেমিককে ভাইভার আদব-কায়দা, নিয়মণ্ডকানুন শিখিয়ে দেন প্রেমিকা শীলা। কিন্তু লাভের লাভ কিছু হয় না। আবারো পরের ভাইভায় বাদ পড়ে যায় সে। একদিন ঠিকই চাকরি হয়ে যায় আসাদের। কিন্তু চাকরির জন্য টাকা চেয়ে বসে সেই কোম্পানি, আর সেখানেই বাঁধে বিপত্তি। এভাবেই এগিয়ে যায় ‘ভাইভাম্যান’ নাটকের গল্প। সম্প্রতি ব্যাকবেঞ্চার ফিকশন’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে এটি। আর মুক্তির পরই দর্শকমহলে দারুণ প্রশংসিত হচ্ছে নাটকটি। নাটকে বন্ধু শিরোনামে একটি গানও আছে। এতে কণ্ঠ দিয়েছেন খৈয়াম সানু সন্ধি। গানটি লিখেছেন নির্মাতা নিজেই। এছাড়াও নির্মাণের পাশাপাশি এর রচনা ও চিত্রনাট্যও সাজিয়েছেন মিকসেতু মিঠু। ‘ভাইভাম্যান’ নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ, মারিয়া শান্ত, আবদুল্লাহ সেন্টু, আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, সৈকত ইসলামসহ আরো অনেকে। প্রযোজনায় তিস্তা ভিশন।