বহুদিন পর একই ফ্রেমে হায়াত পরিবার

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াতের আত্নজীবনীমূলক বই ‘রবির পথ’ এরইমধ্যে প্রকাশিত হয়েছে। গেলো ২ নভেম্বর এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বইটি প্রকাশিত হয়েছে। আবুল হায়াত ও শিরীন হায়াত দম্পতির দুই কন্যা। একজন বিপাশা হায়াত অন্যজন নাতাশা হায়াত। বিপাশা হায়াত একজন অভিনেত্রী, চিত্রশিল্পী। অন্যদিকে নাতাশা হায়াত একসময় অভিনয়ের সাথে সম্পৃক্ত থাকলেও এখন তিনি একজন সফল ব্যবসায়ী। বিপাশা হায়াত দীর্ঘদিন ধরেই স্বামী সন্তানদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কয়েকমাস আগে তিনি ঢাকায় এসেছিলেন। এবার বাবার বই প্রকাশ এবং মায়ের জন্মদিনকে সামনে রেখেই বিপাশা হায়াত ঢাকায় এসেছেন। বাবার বই প্রকাশনা উৎসবেও তিনি উপস্থিত ছিলেন। গতকাল ছিলো আবুল হায়াতের স্ত্রী শিরীন হায়াতের জন্মদিন। তার আগেরদিন রাতে দিনের মুহুর্ত শুরু হবার সাথে সাথেই বাবাকে সঙ্গে নিয়ে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশ্পাাশি কেক কাটেন। জীবনের কিছু কিছু মুহুর্ত হয়তো একটু বেশিই সুন্দর হয়ে উঠে, উপভোগ্য হয়ে উঠে। এমন সময়টাতে বিপাশা হায়াত দেশে না আসলে হয়তো তার বাবার প্রকাশনা উৎসবটাও পরিপূর্ণতা পেতোনা। মায়ের জন্মদিনটাও এতো চমৎকারভাবে উদযাপনের সুযোগ হতোনা বিপাশা হায়াতের। আবুল হায়াত বলেন, ‘ সন্তানেরা চোখের সামনে থাকলে বুকের ভেতর কী যে প্রশান্তি কাজ করে তা একমাত্র বাবা মা’ই অনুভব করতে পারেন। জীবনের প্রয়োজনে সন্তানরা নিজ নিজ সংসারে, কর্মক্ষেত্র ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক। তারপরও মাঝে মাঝে মন ভীষণ চায় নিয়ম ভেঙ্গে তারা আমাদের ছায়াতলে এসে থাকুক, আমাদের সময় দিক, আমরা আরো একটু ভালো থাকি তাদের মুখ দেখলে, তাদের হাসি দেখলে, তাদের সঙ্গ পেলে। জীবনতো এক অনিশ্চিত গন্তব্যের যাত্রা।