চিত্রনায়ক নাইম ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’-এ জুরি বোর্ডের সদস্য হয়েছেন। গেলো ৪ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এবারের জুরি বোর্ডের মোট সদস্য ১১ জন। এ ছাড়াও আছেন একজন সভাপতি ও একজন সদস্য সচিব। মোট ১৩ জন ২০২৩ সালের বিভিন্ন ক্যাটাগরিতে অর্থাৎ ২৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জনদের চূড়ান্ত করে পুরস্কার প্রদানের জন্য সুপারিশ করবেন। সে ক্ষেত্রে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড জুরি বোর্ডেকে সাচিবিক সহায়তা প্রদান করবে। নীতিমালা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করে জুরি বোর্ড আগামী দুই মাসের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে। চিত্রনায়ক নাইম যখন সিনেমা প্রযোজনা করতেন শুধুমাত্র তখনই ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রযাজক সমিতি’র সদস্য ছিলেন টানা তিন/চার বছর। এ ছাড়া আর কখনো কোথাও তিনি কোনো পদের জন্য নির্বাচন করেননি কিংবা সদস্যও ছিলেন না। নাইম বলেন, ‘রাষ্ট্র আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে তা আমি যথাযথ ভাবেই পালন করার শতভাগ চেষ্টা করবো। যেহেতু আমি সিনেমাতে শুধু অভিনয় করিনি, পাশাপাশি সিনেমা প্রযোজনা করেছি, গল্প নিয়ে পরিচালকের সঙ্গে, কাহিনীকারের সঙ্গে বসেছি, সিনেমা এডিটিং-এর সময় এডিটরের সঙ্গে বসেছি, মিউজিকের কাজ করার সময় বেেসছি, দেশের অনেক প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, সিনেমাটোগ্রাফারের সঙ্গে কাজ করেছি।