নৃত্যাঞ্চলের প্রাণপুরুষ মুহাম্মদ জাহাঙ্গীরের জন্মদিন পালন করেছে নাচের দল নৃত্যাঞ্চল। পাশাপাশি ‘নৃত্যাঞ্চল পদক-২০২৪’-এর ঘোষণা করা হয়েছে। গত ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এই আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নৃত্যাঞ্চলের সব কলাকুশলী মঞ্চে উঠে মুহাম্মদ জাহাঙ্গীরের নৃত্যাঞ্চল নিয়ে ভাবনা তার পরিকল্পনাকে বাস্তবায়িত এবং নৃত্যাঞ্চলের সব কর্ম ও সৃজনে তাকে স্মরণ করার দৃঢ় শপথ নেন। এরপর মুহাম্মদ জাহাঙ্গীরের কর্মময় জীবনের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে তার কর্মময় জীবনের ওপর আলোচনা করেন বড় ভাই অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম, ঢাকা বিশ্ববিদ্যায়য়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, বরেণ্য নৃত্যশিল্পী কাজল ইব্রাহিম। এ সময় আরো উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যসহ অনেক গুণগ্রাহী। ‘নৃত্যাঞ্চল পদক-২০২৪-এ ভূষিত ব্যক্তির নাম ঘোষণা করেন মুহাম্মদ জাহাঙ্গীরের সহধর্মিণী মিসেস রেহানা আক্তার ঝর্ণ। এরপর নৃত্যাঞ্চলের শিল্পীরা পরিবেশন করেন ধামাইল নৃত্য। নৃত্যাঞ্চলের অন্যতম প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাহাঙ্গীর স্বপ্ন দেখতেন নৃত্যাঞ্চল এ দেশের মৌলিক ও স্বয়ংক্রিয় ধারার নৃত্যগুলোকে এগিয়ে নিয়ে যাবে।