শুরু হয়েছে সেরা রাঁধুনী সিজন ৮
রান্নার প্রতিভা এবার দেখবে সারা দেশ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
আবারও শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়্যালিটি শো- ‘সেরা রাঁধুনী : রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই’। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড ‘রাঁধুনী’র নিয়মিত উদ্যোগ ‘সেরা রাঁধুনী’ ফিরছে সিজন ৮ নিয়ে। ‘সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ’- এই স্লোগানকে প্রতিপাদ্য করে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন। দেশ-বিদেশের নানারকম রান্নায় পারদর্শী রাঁধুনীদের খুঁজে বের করার প্রতিযোগিতা ‘সেরা রাঁধুনী সিজন ৮’ প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। গত কয়েক সিজনের ভিন্ন ও সফল আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে এবারও থাকছে নতুনত্ব এবং উপভোগ্য প্রতিদ্বন্দ্বিতার আভাস। থাকছে যথারীতি অভিনব সব পর্ব, রান্নার জমজমাট লড়াই, কঠিন বিচারকাজ, সাথে মনোরম দৃশ্যায়ন। গত ৫ নভেম্বর শেরাটন ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের সেরা রাঁধুনী’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম। এ সময় মঞ্চে তার সঙ্গে আরো ছিলেন প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ, এবং মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুন্ডু, প্রতিযোগিতার তিন বিচারক রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, শেফ নাঈম আশরাফ, অভিনয়শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব দিলারা হানিফ পূর্ণিমা। অনুষ্ঠানে দেশের শীর্ষ গণ্যমাধ্যমের প্রতিনিধিবৃন্দসহ আরো উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মিডিয়াকম লিমিটেড এবং মাছরাঙা টেলিভিশনের ঊর্ধতন কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে সেরা রাঁধুনী’র বিগত ৭ সিজনের পথ-পরিক্রমা নিয়ে ভিডিওচিত্র প্রদর্শনের পর সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জনাব ইমতিয়াজ ফিরোজ। এরপর মিডিয়াকম লিমিটেড ও মাছরাঙা টেলিভিশনের প্রেক্ষাপট থেকে প্রতিযোগিতার নেপথ্য পরিকল্পনা সম্পর্কে জানিয়ে বক্তব্য রাখেন, অজয় কুমার কুন্ডু। সেরা রাঁধুনীর সর্বশেষ সিজন রিক্যাপ দেখানো শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. পারভেজ সাইফুল ইসলাম। দেশের রান্নার শিল্পীদের প্রতিভা সারা দেশে ছড়িয়ে দিতে এবারের সিজনে নতুন আঙ্গিক যুক্ত হচ্ছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। সঙ্গে এবারের প্রতিযোগিতা ও অনুষ্ঠান পরিকল্পনায় বরাবরের মতোই অভিনব চমক থাকার আভাস দেন। এরপর সেরা রাঁধুনী সিজন ৮-এর নতুন লোগো উন্মোচন এবং প্রোমোশনাল বিজ্ঞাপন দেখানোর পর তিন বিচারক সংক্ষিপ্ত বক্তব্যে এবারের সিজন নিয়ে তাদের পরিকল্পনা ও আশাবাদ ব্যক্ত করেন। তারপর রেজিস্ট্রেশন ও রেসিপি পাঠানোর জন্য সেরা রাঁধুনী’র নিজস্ব ওয়েবসাইট www.sheraradhuni.com -এর সাথে পরিচয় করিয়ে বিচারকদের সাথে নিয়ে ইমতিয়াজ ফিরোজ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মৌসুমী মৌ।