শিল্পকলায় গণঅভ্যুত্থানের গান ‘আওয়াজ উড়া’

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে আয়োজন করতে যাচ্ছে গণঅভ্যুত্থানের গান ‘আওয়াজ উড়া’। গণঅভ্যুত্থানের সবচেয়ে জনপ্রিয় গান ‘আওয়াজ উডা’ এর আলোকে এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে ‘আওয়াজ উড়া’। সংগীত পরিবেশন করবেন র‌্যাপার হান্নান হোসেন শিমুল এবং তার দল, ব্যান্ডদল এফ মাইনর, যিন ব্রাদার্স, লুম্বিনী চাকমাসহ অনান্য শিল্পীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে গণঅভ্যুত্থানের গান। এই আয়োজনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শামসী আরা জামান। অনুষ্ঠান উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সমবেত সংগীত ‘চল চল চল’ পরিবেশন করবে একাডেমির কণ্ঠশিল্পীরা। সমবেত সংগীত ‘আমরা করবো জয়’ ও ‘নীল নির্বাস’ পরিবেশন করবে ডেমোক্রেসি ক্লাউন। এরপর শিল্পী লুম্বিনী চাকমা ‘চকমা ভাষার গান’; ধর্মচন্দ্রা তঞ্চজ্ঞা সন্তোষ ‘তঞ্চজ্ঞা ভাষার গান’; ডিউক মুরমু ‘সাঁওতাল ভাষার গান’; সমাপন স্মাল ‘গারো ভাষার গান’ পরিবেশন করবেন। এককসংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানী এবং ব্যান্ড সংগীত ‘আদিবাসী গান’ পরিবেশন করবে এফ মাইনর। অনুষ্ঠানে সবশেষে সমবেত সংগীত ‘মোরা ঝঞ্জার মত’ পরিবেশন করবেন একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ। ‘আওয়াজ উড়া’ সকলের জন্য উন্মুক্ত থাকবে।