অভিনয় জীবনের চলার পথে অভিনয়শিল্পীরা মাঝে মাঝে কাজে বিরতি নিয়ে থাকেন। কিন্তু জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার তার অভিনয় জীবনের চলার পথে কখনো বিরতি নেননি, সেটা হোক বিয়ের পর কিংবা সন্তান হবার পর। যতোটুকু সময় সংসারের প্রয়োজনে কিছুদিন বিরত থাকতে হয়, ঠিক ততোটুকু সময়ই তিনি নিজেকে অভিনয় থেকে একটু দূরে রেখেছিলেন। নিয়মিত কাজে থাকার মধ্যদিয়েই তিনি অভিনয় করে গেছেন। আর এভাবেই দেখতে দেখতে অভিনয় জীবনের রজত জয়ন্তী সময় পার করেছেন দীপা খন্দকার। এখনো তিনি নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন, বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন, সিনেমাতে অভিনয় করছেন আবার উপস্থাপনাও করছেন। বিগত চার বছর ধরে নাগরিক টিভিতে ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি।
এরই মধ্যে গেলো সপ্তাহে বিটিভিতে প্রচারিত হলো তার অভিনীত খণ্ড নাটক ‘বৃষ্টির মতো ঝরে লাল গোলাপের পাঁপড়ি’। নাটকটি রচনা করেছেন নাহিদ ফারহানা ও প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। এতে দীপার সঙ্গে আরো অভিনয় করেছেন মিলি বাশার, শতাব্দী ওয়াদুদ। নাটকের গল্প মূলত তাকেই কেন্দ্র করে।
নাটকটিতে অভিনয়ের পর বেশ ভালো সাড়া পেয়েছেন দীপা খন্দকার। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আওতাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম’-এ একজন আলোচক হিসেবে অংশ নিয়েছেন।