ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কিসের ইঙ্গিত দিলেন বুবলী

কিসের ইঙ্গিত দিলেন বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী। ব্যক্তিজীবন নিয়ে সব সময়ই আলোচনায় থাকেন। তবে নিজের কাজের বেলায় তিনি ঠিকঠাক। কাজ দিয়ে গত বছরও পেয়েছিলেন সেরা নায়িকার তকমা। চলতি বছর মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা। যার মধ্যে ‘দেয়ালের দেশ’ ছবিতে অভিনয়ের জন্য দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন।

তবে কয়েক মাস ধরে লোকচক্ষুর অন্তরালে চিত্রনায়িকা শবনম বুবলী। থেমে গেছে আলোচনা-সমালোচনা। ঘোষণা দেননি নতুন কোনো ছবির শুটিংয়ে, বিনোদন অঙ্গনেও খুব বেশি একটা বিচরণ নেই। তবে সম্প্রতি ফেসবুকে নিজের কয়েকটি ছবি শেয়ার করেন বুবলী। নতুন সাজ-পোশাকের ছবিগুলো দেখে ভক্তরা জানতে চাইছেন, কী উপলক্ষে কেন হঠাৎ এমন সব ছবি প্রকাশ করলেন বুবলী। এদিকে ঢালিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, শিগগিরই আফরান নিশোর সঙ্গে নতুন চলচ্চিত্রে জুটি বাঁধবেন শবনম বুবলী। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই নিশোকে নিয়ে দুই ছবির ঘোষণা দিলেও নায়িকা কে থাকছেন তা এখনো প্রকাশ করেনি। বুবলীর ভক্তরা মনে করছেন, নিশোর দুই ছবির একটিতে নায়িকা হিসেকে থাকতে পারেন বুবলী। যে কোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণাও। অন্যদিকে নির্মাতা মেহেদি হাসানের ‘নীল টিপ’ ছবিতে দেখা যাবে বুবলীকে। শিগগিরই শুরু হবে শুটিং। সম্প্রতি নির্মাতা বুবলী ও সিনেমাটির প্রযোজকের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। যদিও বিষয়টি এখনো খোলাসা করেননি বুবলী। নীল টিপ ছবিটি সম্পর্কে শবনম বুবলী বলেন, ‘কিছু জায়গায় আমার নতুন সিনেমা নীল টিপের নাম শোনা যাচ্ছে। বিষয়টি সঠিক নয়। আমার নতুন সিনেমার নাম এখনো ঠিক হয়নি। এক বছর আগে আমাদের চুক্তি হয়েছে। গল্প, পরিকল্পনা ও শুটিংয়ের সময়সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে মাত্র। এর বেশি কিছু না। তবে গল্পটা আমার দারুণ লেগেছে। সবকিছু ঠিক থাকলে শুটিংয়ে যাওয়ার আগে আমি নিজেই সবাইকে জানাব।’ ছবিটি নিয়ে নির্মাতা মেহেদি বলেন, ‘বুবলীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। ছবিটির গল্প বুবলীর ওপরই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো। আমিও এ সময় বুবলীর ওপর বাজি ধরেছি। দর্শককে ভালো একটা ছবি উপহার দিতে চাই।’ এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়ামণ্ডবুবলীর ‘জংলি’ সিনেমাটি। চলতি বছরের এপ্রিলে জংলির শুটিং শুরু করেন শবনম বুবলী। শুটিং সময়ে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত শুটিং শেষ করতে না পারায় মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। ঈদুল আজহায় মুক্তি পায় শবনম বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ ছবিটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত