ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আবারো আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত স্বপ্নীল সজীব...

আবারো আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত স্বপ্নীল সজীব...

এর আগেও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়ক স্বপ্নীল সজীব। মূলত তার কণ্ঠে রবীন্দ্রসংগীত, লোকগীতি শুনতেই শ্রোতা দর্শক বেশি ভালোবাসেন। তবে এর বাইরে আধুনিকত গান পরিবেশনাতেও স্বপ্নীল সজীব অনবদ্য। কী এক অজানা কারণে স্বপ্নীল সজীবের চারপাশে যারা থাকেন তারা তাকে ভীষণ ভালোবাসেন, স্নেহ করেন। কারণ খুঁজতে গিয়ে অনেকেই বলেন, ছেলেটি ভালো গায়, আবার তার বিনয়ও মুগ্ধ করে। এ কারণেই স্বপ্নীল সজীব যখন যেখানে গিয়েছেন সবারই দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন। সবার ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন তার গানে আর আচরণে। স্বপ্নীল সজীব আবারো আন্তর্জাতিক একটি সম্মাননায় ভূষিত হয়েছেন।

সম্প্রতি নিউইয়র্ক সিটি স্টেট অ্যাসেম্বলির পক্ষ থেকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয় তাকে। এই সম্মাননা প্রদান করা হয় দ্বিতীয় বিশ্ব মানবাধিকার ইউএসএ ইনক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, যা স্বপ্নীলের সঙ্গীতে অবদানের পাশাপাশি তার সাংস্কৃতিক দক্ষতাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। নিউইয়র্কের ৩৮তম ডিস্ট্রিক্টের স্টেট অ্যাসেম্বলি সদস্য জেনিফার রাজকুমারের পক্ষ থেকে প্রদত্ত এই সম্মাননায় উল্লেখ করা হয়েছে, স্বপ্নীল সজীবের সঙ্গীত এরইমধ্যে বিশ্বজুড়ে এক সেতু বন্ধন রচনা করছে, যা বাংলাদেশী সঙ্গীতকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখছে।

এই সম্মাননায় বলা হয়েছে, ‘যে মানুষ এবং সংস্থাগুলো তাদের কমিউনিটিতে অনন্য সেবা প্রদান করে, তাদেরই সেবার দ্বারা এক মহান সমাজ গঠিত হয়। এই ধরনের অবদান এবং সেবা প্রকৃতপক্ষে যেকোনো মহান কমিউনিটি, জনগণ এবং রাষ্ট্রের প্রাণশক্তি এবং তা স্বীকৃতি ও পুরস্কারের দাবিদার।’ স্বপ্নীলের এই সম্মাননা তার ক্যারিয়ারের এক উল্লেখযোগ্য মাইলফলক।

স্বপ্নীল বলেন, ‘কৃতজ্ঞতা প্রকাশ করছি নিউইয়র্ক সিটি স্টেট অ্যাসেম্বলির প্রতি। এই সম্মাননায় আমাকে আরো সচেতন আরো দায়িত্বশীল করে তুলেছে। আমি সত্যিই ভীষণ আবেগাপ্লুত।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত